
অভিনেতা রুবেল দাস (Rubel Das) টলিউড অভিনয় জগতের পরিচিত মুখ। বর্তমানে অভিনয় করছেন 'নিম ফুলের মধু' (Neem Phuler Modhu) ধারাবাহিকে। তবে বাড়িতে বসেই। কারণ দিন কয়েক আগেই শ্যুটিংয়ের সেটে গুরুতর আহত হন রুবেল। চলতি ধারাবাহিকের জন্য বাস থেকে লাফ দেওয়ার একটি দৃশ্যের শ্যুটিং হয়েছিল। সেই সময়ই অভিনেতার দুই পায়েরই গোড়ালি ভেঙে যায়। বর্তমানে তিনি বাড়িতেই শয্যাশায়ী।
রুবেলের অসুস্থতার খবর জানতে পেরেই অনেকে ভেবেছিলেন, তাঁর পরিবর্তে বোধহয় অন্য কোনও অভিনেতা আসবেন। যদিও তা হয়নি। ধারাবাহিকের লেখক বর্তমানে গল্পের মোড় ঘুরিয়েছেন মহিলা চরিত্রদের দিকে। তাঁদেরকেই এখন বেশিরভাগ সময় পর্দায় দেখা যাচ্ছে। ফলে রুবেল বিশ্রাম পাচ্ছেন। তবে মাঝে মধ্যে বিছানায় বসে বসে শ্যুটও করছেন অভিনেতা।
আগামী মাসেই রুবেলের পায়ের প্লাস্টার কাটা হবে। বর্তমানে ধারাবাহিকে তাঁর সহ অভিনেতা অভিনেত্রীরা রুবেলের অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে তাঁর প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য বেশ চিন্তিত। শ্যুটিংয়ের ফাঁকে মাঝেমধ্যেই বারাসতে রুবেলের বাড়িতে গিয়ে তাঁকে দেখে আসছেন শ্বেতা। সামাজিক মাধ্যমেও রুবেলের দিনযাপনের ছবি শেয়ার করছেন অভিনেত্রী।