
'সসুরাল সিমর কা', হিন্দি ধারাবাহিক থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী দীপিকা কাক্কড় (Dipika Kakkar)। এরপর বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করে দর্শকের চোখের মণি হয়েছিলেন অভিনেত্রী। তবে এখন আর তাঁকে ধারাবাহিকে দেখা যায় না। ঘোরতর সংসারী বলতে যা কিছু বোঝায়, দীপিকা এখন সেই সব কিছু। প্রেমিক শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেছেন তিনি। চলতি বছরের ২১ জুন মা হয়েছেন। এতদিন ছেলের চেহারা অন্তরালে রাখলেও, তিন মাস পূর্ণ হতেই তাকে প্রকাশ্যে আনলেন অভিভাবকেরা।
দীপিকা এবং শোয়েব আজকাল নিয়মিত ভ্লগিং করেন। ইউটিউবে তাঁদের একটি চ্যানেল রয়েছে। সেখানে এই পরিবারের ভক্ত সংখ্যাও কম না। ভিডিওতে রুহান-এর বেশ কিছু ঝলক দেখেছেন নেটিজেনরা। কিন্তু তাঁর চেহারা দেখতে না পেয়ে, অনেকেই উষ্মা প্রকাশ করেছিলেন। সকলের মন রেখে তাই এবার ছেলের চেহারা প্রকাশ্যে আনলেন দম্পতি। তাঁদের নিয়মিত ভ্লগেই প্রথম দেখা গিয়েছে রুহানকে।
শোয়েব তাঁদের ভ্লগে বলেন, 'অনেক ধরে এই কাজটি বাকি ছিল। আমি জানি আপনারা সবাই রুহানের চেহারা দেখতে চেয়েছেন, কেউ কেউ তো খুব রেগে গিয়েছিলেন। কিন্তু কিছু সময়ে অপেক্ষা করা ভালো।' দীপিকার সংযোজন, 'আমরা অনেকবার এই বিষয়ে আলোচনা করেছি। বারবার মনে হয়েছে, আমাদের কী ছেলের চেহারা দেখিয়ে দেওয়া উচিৎ! তারপর আমরা ঠিক করলাম তিন মাস পূর্ণ হলেই রুহানের সঙ্গে আপনাদের পরিচয় করাব।'