
বিতর্কের খাতায় আরও এক নম্বর বাড়ালেন বাংলাদেশী গায়ক মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble)। এবার গায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের হল। মতিঝিল থানায় দায়ের করা সেই অভিযোগের ভিত্তিতে, ঢাকা মহানগর গোয়েন্দা অর্থাৎ ডিবি পুলিস তাঁকে গ্রেফতার করে। ইতিমধ্যেই তাঁকে জেরা করছে বাংলাদেশ পুলিসের গোয়েন্দা বিভাগ। নোবেলের বিরুদ্ধে অভিযোগ প্রতারণার। জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত এপ্রিলের শেষের দিকে।
গত ২৮ এপ্রিল বাংলাদেশের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট হাইস্কুলের, ২০১৬ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনের আয়োজন করা হয়েছিল। গান গাওয়ার পরিবর্তে নোবেলের সঙ্গে ১ লক্ষ ৭৫ হাজার টাকা চুক্তি করা হয়েছিল। সেই অর্থ নিলেও, অনুষ্ঠানের দিন গান গাইতে যাননি নোবেল। এরপরেই নোবেলের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগ দায়ের করা হয় থানায়। জানা গিয়েছে, বর্তমানে নোবেলকে সিরিজ জেরা করা হচ্ছে।
বিগত বেশ কিছুদিন ধরে নোবেলের বিরুদ্ধে কেবল অভিযোগ আর অভিযোগের পাহাড় তৈরী হয়েছে। কিছুদিন আগে একটি ভিডিওতে দেখা গিয়েছিল, মদ্যপ অবস্থায় মঞ্চে গান গাইতে উঠেছিলেন নোবেল। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নোবেলের প্রাক্তন স্ত্রী জানিয়েছিলেন, নোবেল বেশিরভাগ সময়েই নেশায় মত্ত থাকেন। এও জানিয়েছিলেন নোবেল মাসে ১ লক্ষ টাকা কেবল নেশার জন্য খরচ করেন। নোবেলের এই স্বভাবের জন্য কিছুদিন আগেই তাঁর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন সালসাবিল।