
দেখতে দেখতে আরও একটা জন্মদিন অনুষ্কা শর্মার (Anushka Sharma)। জীবনের সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিনে স্বাভাবিকভাবেই উচ্ছসিত বিরাট কোহলি (Virat Kohli)। স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে, একইসঙ্গে পোস্ট করলেন অদেখা বেশ কিছু ছবি। ক্যাপশনে লিখেছেন, 'ভালো খারাপ সবেতেই তোমাকে ভালোবাসি। ভালোবাসি তোমার আদুরে পাগলামি। শুভ জন্মদিন আমার সবকিছু।'
বিরাট কোহলির পোস্ট করা অনুষ্কার প্রথম ছবিটি একটি রেস্তোরাঁর। কালো পোশাকে ব্রেকফাস্ট টেবিলে বসে রয়েছেন অনুষ্কা। হাতে কালো চা বা কফি, আর একগাল হাসি। দ্বিতীয় ছবিটি সম্ভবত সাগর পাড়ের। বিকিনির মতো একটি লালচে রঙের পোশাক পরেছেন অনুষ্কা। মাথার টুপিতে হাত দিয়ে যেন আকাশ পাতাল ভাবছেন।
বিরাটের পোস্ট করা অন্য একটি ছবি তাঁদের বিদেশ ঘুরতে যাওয়ার। একটি সাদা ফ্রক পরেছেন অনুষ্কা। হাতে শ্যাম্পেইনের গ্লাস। অনুষ্কার মাথায় মুখ গুঁজে রয়েছেন বিরাট। আরেকটি ছবিতে দেখা গিয়েছে সাদা সোয়েটারে অনুষ্কা। বব কাট চুলে অনুষ্কা যেন বছর দশের মেয়ে।
বিরাটের পোস্ট করা আরেকটি ছবিতে চেনা মেজাজে দেখা গিয়েছে অনুষ্কাকে। কালো টপ এবং নীল ডেনিম পরেছিলেন অনুষ্কা। মুখে একগাল হাসি, অবিন্যস্ত চুল ছড়িয়ে রয়েছে পুরো মুখে। আরেকটি ছবি দেখার মতো। কালো পোশাকে কোনও এক সোফায় বসে রয়েছেন অনুষ্কা। যেন সদ্য উঠে এসেছেন ঘুম থেকে।