
২২ মে প্রয়াত হয়েছেন 'সারাভাই ভার্সেস সারাভাই' খ্যাত জনপ্রিয় অভিনেত্রী বৈভবী উপাধ্যায় (Vaibhavi Upadhyaya)। তাঁর সতীর্থ থেকে অনুরাগীরা কেউই যেন তাঁর মৃত্যু মেনে নিতে পারছেন না। সূত্রের খবর, হিমাচলপ্রদেশে ঘুরতে গিয়ে পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে গাড়ি খাদে পড়ে যাওয়ায় তাঁর মৃত্যু হয়। তবে প্রাণে বেঁচেছেন তাঁর হবু স্বামী জয় গান্ধী। এবারে প্রকাশ্যে এসেছে, বৈভবীর মৃত্যুর আগের মুহূর্তে ঠিক কী ঘটেছিল?
জানা গিয়েছে, দুর্ঘটনার পর বৈভবী গাড়ির জানালা দিয়ে বের হওয়ার অনেক চেষ্টা করেছিলেন, ও তিনি গাড়ির সিট বেল্টও পরে ছিলেন, কিন্তু শেষরক্ষা হয়নি। তাঁর মাথায় গুরুতর চোট লেগেছিল। কোনও কিছুর সঙ্গে মাথায় লেগে যায় তাঁর। এরপর অভিনেত্রীকে উদ্ধার করে বঞ্জার সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিস সূত্রের খবর, বৈভবীর বাগদত্ত জয় গান্ধী বলেছেন, 'মানুষ ধরেই নেন যে রোড ট্রিপে সকলেই জোরে গাড়ি চালায়, কিন্তু এক্ষেত্রে তেমনটা ঘটেনি। আমাদের গাড়ি দাঁড় করানো ছিল এবং একটা ট্রাক পাস করার অপেক্ষায় ছিলাম। আমি খুব বেশি কথা বলার মতো অবস্থায় নেই, কিন্তু আমি নিশ্চিত করতে চাইছিলাম যে আমরা সিটবেল্ট পরিনি বা জোরে গাড়ি চালাচ্ছিলাম এমন ধারণা করে ফেলবেন না।'
অন্যদিকে জয় গান্ধীর এই কথায় সম্মতি জানিয়ে বলেছেন, 'দিদি সবসময় সতর্ক থাকতেন। কখনও এমনটা হয়নি যে, সে সিট বেল্ট ছাড়া গাড়িতে বসেছে। তাই রোড ট্রিপের সময় সে আরও বেশি সতর্ক ছিল।'