
জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' থেকে উত্থান হয়েছিল শেহনাজ গিলের (Shehnaaz Gill)। এরপর অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্কের জেরে সামাজিক মাধ্যমে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছিলেন তিনি। দর্শকেরা বেশ পছন্দ করেন শেহনাজকে। তাঁর মিষ্টি হাসি, সরল ব্যক্তিত্ব সহজেই মন জিতে নিয়েছিল দর্শকদের। ব্যক্তিগত জীবনে দুর্যোগ পেরিয়ে বর্তমানে অভিনয় (Actress) জগতে পা রেখেছেন শেহনাজ। 'কিসি কা ভাই, কিসি কি জান' সিনেমা দিয়ে বড় পর্দায় ডেবিউ করেছেন। কিন্তু চিকিৎসকের পরামর্শে কি এমন হল যে তিনি কাঁদতে বাধ্য হলেন!
অভিনেত্রী নাকি মাঝে বেশ কঠিন রোগে ভুগেছিলেন। প্রচন্ড ঘাড়ের ব্যাথায় নাকি নাজেহাল হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। চিকিৎসক তাঁকে বলেন খাবারে রাখতে হবে আমিষ। এদিকে শাহনাজ নিরামিষাশী। তবুও চিকিৎসকের পরামর্শ শুনে আমিষ খাবার খেতে শুরু করেন ঠিকই। কিন্তু এতেই কাঁদতে হয় অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শেহনাজ এই কথা জানিয়েছেন নিজেই।
শেহনাজ বলেছেন,'আমি একসময় রোগে ভুগছিলাম, ঘাড় ঘোরাতে পারতাম না। চিকিৎসক তখন আমাকে আমিষ খেতে বলেন, কারণ আমি নিরামিষ খেতাম। ডাক্তারের কথা শুনে কিছুদিন স্যুপ খেয়েছি। কিন্তু পশুদের কথা ভেবে কষ্ট হচ্ছিল। তাই আমারও নিরামিষ খাবারে ফিরে গিয়েছিলাম।