
বলিউড সুপারস্টার সলমন খানের (Salman Khan) কাছে বহুদিন ধরেই হুমকি ই-মেইল (Death Theat) আসছিল। অভিনেতার বাড়ি, তাঁর গতিবিধি মুড়ে ফেলা হয়েছে পুলিসি নিরাপত্তায়। এবার খুঁজে পাওয়া গেল হুমকি ই-মেইলের নেপথ্যর চক্রীকে। ইতিমধ্যেই মুম্বই পুলিস এবং যোধপুর পুলিস যৌথভাবে গ্রেফতার করেছে তাকে। তবে মুম্বই নগরী থেকে নয়, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে যোধপুর থেকে। রিপোর্ট অনুযায়ী অভিযুক্ত ওই যুবক, সিধু মুসেওয়ালার বাবাকেও খুনের হুমকি দেয়।
এর আগে সলমনকে মারণ হুমকি দেওয়ার অভিযোগে মুম্বই পুলিস গ্যাংষ্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারকে গ্রেফতার করেছিল। কিন্তু এরপরও হুমকি ই-মেইল অব্যাহত থাকে। অভিনেতার অফিসে আবারও হুমকি ই-মেইল পাঠানো হয়। এরপরেই সলমন খানকে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে। পুলিসও তৎপর হয়ে ওঠে এর সুরাহা করতে। ই-মেইল এর উৎসস্থল খুঁজতে গিয়ে দেখা যায় এই কার্যকলাপ করা হচ্ছে রাজস্থানের যোধপুর থেকে।
তিহার জেলে বসে বিষ্ণোই এক সাক্ষাৎকারে সে অভিনেতার জীবন শেষ করার হুমকিও দেয়। এই মর্মে ১৮ মার্চ অভিনেতার ম্যানেজার বান্দ্রা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন।