
গতকাল অর্থাৎ শনিবারই দেখা গিয়ছিল পরিণীতি চোপড়াকে (Parineeti Chopra) অমৃতসরের স্বর্ণমন্দিরে (Golden Temple)। বিয়ের আগেই কাছের মানুষটিকে (Raghav Chadha) সঙ্গে নিয়ে আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছিলেন তিনি। সেই ছবিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। আর এবারে তাঁদের ঈশ্বর সেবার ভিডিও প্রকাশ্যে এল। রাঘব ও পরিণীতিকে দেখা গেল, স্বর্ণমন্দিরে গিয়ে তাঁরা বাসন ধুচ্ছেন। আর এই ভিডিওই বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। কিন্তু এতেও সমালোচনার শিকার হতে হল এই যুগলকে। প্রশ্ন উঠছে, 'সেবা করতে গিয়ে পাশে ক্যামেরা কেন?'
সাধারণত, শিখ ধর্মপ্রাণ মানুষ গুরুদ্বারে এসে স্বেচ্ছায় বাসন-পত্র ধোয়া, জল পরিবেশন, এমনকি ভক্তদের জুতো পরিষ্কারের কাজ করে থাকেন। এবারে সেই কাজেই মগ্ন হতে দেখা গেল রাঘব ও পরিণীতিকেও। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রাঘব ও পরিণীতি পাশাপাশি দাঁড়িয়ে সাবান গোলা জল দিয়ে থালা ধুচ্ছেন। আবার পরিণীতিকে দেখা গেল থালা ধোয়ার পাশাপাশি তিনি পাশের মহিলাদের সঙ্গেও কথা বলছেন। ফলে তাঁদের এই সেবাধর্ম দেখে বেজায় খুশি অনুরাগীরা।
কিন্তু এই নিয়েও কটাক্ষের শিকার হতে হল এই যুগলকে। নেটিজেনদের এক বড় অংশ খানিকটা বিরক্ত হয়েই বলছেন, 'সেবা করছেন ভালো কথা, তবে চারপাশে এত ক্যামেরা কেন? সাধারণ মানুষও যেমনটা করেন, তেমনটা পরিণীতিক-রাঘবও করছেন, এতে এত দেখানোর কী রয়েছে?' ফলে এটাকে লোকদেখানো বলেই উল্লেখ করছেন কিছু নেটিজেন।