
সন্তানহারা হলেন নুসরাত (Nusrat Jahan) ও যশ (Yash Dasgupta)। নিজেদের বাড়িতে প্রতি মুহূর্তে অনুভব করছেন তাঁদের সন্তানের অনুপস্থিতি। শোক চেপে রাখতে পারেননি, সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিলেন নুসরাত। সম্প্রতি নুসরাত তাঁর সন্তানসম কুকুরের চলে যাওয়ার কথা লিখেছেন সামাজিক মাধ্যমে। মনের সমস্ত অনুভূতির কথা লিখেছেন। একইসঙ্গে যশও যে সন্তানের শোক সামলাতে পারেননি সেকথাও সামাজিক মাধ্যমে লিখেছেন নুসরাত।
অভিনেত্রী লিখেছেন, 'আমাদের বাড়িতে কেউ নিখোঁজ, আমরা দিন রাত বুঝতে পারি। আমাদের একটা অংশ তোমার সঙ্গে চলে গিয়েছে। তুমি আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে এসেছিলে। এখনও ভালোবাসি, এখনও মনে করি প্রিয়। আমাদের আদরের ছেলে, মা-বাবা তোমার জন্য পরপারে সাক্ষাতের অপেক্ষা করবে। আমরা তোমাকে খুব ভালোবাসি।'
নুসরাত তাঁদের আদরের ছেলের বেশ কিছু ছবি আপলোড করেছেন সামাজিক মাধ্যমে। নিজের সঙ্গে, যশের সঙ্গে সন্তানের আনন্দের বেশ কিছু স্মৃতি জ্বলজ্বল করছে। ছেলেকে হারিয়ে যে অভিনেত্রী সত্যিই আবেগঘন তা স্পষ্ট। নেটিজেনরা নুসরাতের কমেন্ট সেকশনে শোকপ্রকাশ করছেন।