
একদিকে বলিউডের(Bollywood) বাদশা অমিতাভ বচ্চনের নাতনী নব্যা (Navya Naveli Nanda) অন্যদিকে বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi)। দু'জনেই বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দু। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন তাঁরা নাকি একে অপরের প্রেমে পড়েছেন। সামাজিক মাধ্যমে একে অপরের সঙ্গে বেশ সক্রিয় তাঁরা। কিন্তু ব্যক্তিগত জীবনেও যে তাঁদের রসায়ন কিছুটা এগিয়েছে, সেই প্রমাণ পাওয়া গেল এবার। যুগলকে একসঙ্গে দেখা গেল বিমানবন্দরে।
রবিবার অভিনেতা সিদ্ধান্ত এবং বিজনেসওমেন নভ্যাকে দেখা গেল একসঙ্গে। সম্ভবত ছুটি কাটিয়ে ফিরছিলেন নিজের শহরে। দু'জনকেই চনমনে মেজাজে দেখা গিয়েছে। সাদা টিশার্টে টুইনিং করেছিলেন দু'জনে। অন্দরের জল্পনা প্রায় এক মাস হল তাঁদের সম্পর্কের। কেবল সামাজিক মাধ্যমে নিজেদের প্রেমের ঘোষণা করেননি। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল।
এক পার্টিতে সিদ্ধান্তের অভিভাবকের পাশে বসে থাকতে দেখা গিয়েছিল নভ্যাকে। অন্যদিকে নভ্যার মা শ্বেতা বচ্চনের আয়োজিত পার্টিতে দেখা গিয়েছিল সিদ্ধান্তকে। নেট দুনিয়ায় কৌতূহল, তাহলে কী তাঁদের সম্পর্ক এবার পরিবার পর্যন্ত গিয়েছে! খোদ অমিতাভ বচ্চনের নাতনী হয়েও নভ্যার অভিনয়ে আগ্রহ নেই। বরং তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠিত করতে চান। অন্যদিকে সিদ্ধান্ত অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইতে সামিল হয়েছেন।