
অভিনেতা সলমান খানকে (Salman Khan) খুনের হুমকি (Threat) দিয়ে গ্রেফতার কিশোর। সংবাদ সংস্থা 'এএনআই' সূত্রে খবর পাওয়া গিয়েছিল, সোমবার পুলিসে ফোন করে এক ব্যক্তি ৩০ এপ্রিল সলমানকে খুন করার হুমকি দিয়েছিল। মুম্বই পুলিস তদন্ত শুরু করে, এই খবরও দিয়েছিল সংবাদ সংস্থা। মঙ্গলবার মুম্বই পুলিস হুমকি ফোনের অভিযোগে গ্রেফতার করল এক কিশোরকে।
১৬ বছরের অভিযুক্ত ওই কিশোরকে মুম্বই পুলিস গ্রেফতার করেছে থানে থেকে। পরে তাকে 'আজাদ ময়দান' পুলিসের জমানতে পাঠানো হয়। কিশোর কেন ফোন করে খুনের হুমকি দিল, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিস। নিজেকে 'রকি ভাই' পরিচয় দিয়ে ওই যুবক থানায় ফোন করেছিল বলে মনে করছে মুম্বই পুলিস।
গত কয়েক মাসে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে সলমান খানকে। অভিনেতার বাড়ি, গতিবিধি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে মুম্বই পুলিস। দিন কয়েক আগে যোধপুর থেকে এক তরুণকে গ্রেফতার করেছিল পুলিস। আজ আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি। তবে সতর্ক হয়ে গিয়েছেন সলমান। বিদেশ থেকে জানিয়েছেন বুলেটপ্রুফ গাড়ি। 'দাবাং বয়'কে কেন বারংবার উত্যক্ত করা হচ্ছে, খতিয়ে দেখছে পুলিস।