
উইকিপিডিয়ার(Wikipedia) বিরুদ্ধে তাঁর সম্পর্কে বিকৃত তথ্য পরিবেশন করার অভিযোগ অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)। জন্মদিন এবং জীবনের অন্য বিষয়ে উইকিপিডিয়া ভুল তথ্য দিয়েছে বলে অভিযোগ বলিউড কুইনের। ইনস্টাগ্রামের স্টোরিতে কঙ্গনা জানান, 'উইকিপিডিয়ায় দেখাচ্ছে আমার জন্মদিন ২০ মার্চ, কিন্তু ভুল তারিখ উল্লেখ। আসলে আমার জন্মদিন ২৩ মার্চ।' জন্মদিনের তারিখ ভুল দেখে কঙ্গনা বলেন, 'বামপন্থীরা উইকিপিডিয়া পুরোপুরি হাইজ্যাক করেছে। আমার জন্মদিন, উচ্চতা, আরও নানা তথ্যের বেশির ভাগই ভুলভাল। যতবার সংশোধনের চেষ্টা করেছি, তা আবার বিকৃত করা হয়েছে। অনেক চ্যানেল, ফ্যান ক্লাব, শুভাকাঙ্ক্ষীরা আমায় ২০ তারিখের জন্য শুভেচ্ছাবার্তা পাঠাতে শুরু করেছে।'
অভিনেত্রী আরও লেখেন, 'আমি অবশ্য এতে কিছু মনে করি না, কিন্তু অনেকেই তো বিভ্রান্ত হন। আমি জন্মদিন পালন করছি ২৩ তারিখ, এদিকে উইকিপিডিয়া বলছে ২০ তারিখ। দয়া করে উইকির কথা শুনে চলবেন না। উইকিপিডিয়ার পুরোটাই ভুলভাল এবং বিভ্রান্তিকর।'
আগামী সপ্তাহেই ৩৬-এ পা দেবেন কঙ্গনা। গত বছর জন্মদিনে তিনি তাঁর বোনের সঙ্গে বৈষ্ণোদেবী মন্দির দর্শনে গিয়েছিলেন। এমনকি মাতা বৈষ্ণোদেবীর আশীর্বাদ নেওয়ার ছবিও তিনি ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। তবে এবার ঠিক কী করবেন বলিউডের 'মনিকর্ণিকা', উদগ্রীব অনুগামীরা।