
গাড়িতে কীভাবে নিশ্চিন্তে ঘুমোবেন তা নিয়ে প্রশিক্ষণমূলক ভিডিও বানালেন বলিউড অভিনেত্রী কাজল (Actress Kajol)। কখনও রসিকতা করে আবার কখনও বিতর্কের মাধ্যমে খবরের শিরোনামে থাকেন কাজল। সম্প্রতি লং ড্রাইভে গিয়েছিলেন কাজল, গাড়িতে যেতে যেতেই একটি শিক্ষনীয় ভিডিও (Social Media Post) করে পোস্ট করলেন তিনি। মঙ্গলবার গাড়িতে যেতে যেতেই বানানো ভিডিওতে কাজল বলেন, 'গাড়িতে কীভাবে নিশ্চিন্তে ঘুমোবেন, তা শিখে নিন। মাথায় কোনওরকম ঠোকাঠুকিও লাগবে না, পাশের যাত্রীর সঙ্গে কিংবা অন্য কিছুর সঙ্গে মাথা ঠুকে গেলেও আঘাত পাবেন না।'
কী করে তা সম্ভব, তারই একটা প্রশিক্ষণমূলক ভিডিও করে দেখান অভিনেত্রী। কাজল হলেন ভীষণ ঘুমপ্রেমী মানুষ। তিনি লং ড্রাইভে যেতে যেতে পথে ক্লান্ত হবেন এটাই স্বাভাবিক। কাজল জানিয়েছেন, 'বহুদিনের অভ্যাস তাঁর গাড়িতে নিশ্চিন্তে ঘুমোনোর। কিন্তু সাবধান ভালোভাবে না শিখে গাড়িতে নিশ্চিন্তে ঘুমোতে যাবেন না। কারণ অনেক বছরের অভিজ্ঞতা ছাড়া লং ড্রাইভে নিশ্চিন্তে ঘুমনো কখনও সম্ভব নয়। অন্তত কমপক্ষে কুড়িবার তো মাথা ঠুকবে পাশের যাত্রীর সঙ্গে বা অন্যকিছুর সঙ্গে।' সমাজমাধ্যমে কাজলের এরকম ভিডিও দেখে মজা করতে ছাড়লেন না অনুরাগীরা।