
বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে রয়েছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। শাহরুখ খানের বিপরীতে 'রব নে বনা দি জোড়ি' ছবিতে তাঁর অভিনয় জগতে হাতেখড়ি। এরপর একাধিক সিনেমা করেছেন। নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে ঘর বেঁধেছেন। কিন্তু প্রাক্তনকে ভুলতে পেরেছেন কী? অনেকেই জানেন না, এই বলিউডের প্রথম সারির নায়কের প্রেমেই পড়েছিলেন অনুষ্কা। তবে বিরাটকে বিয়ে করে প্রাক্তনকে আর মনে রাখতে চান না তিনি। অতীত স্মৃতি মুছে ফেলতে চেয়েছিলেন অনুষ্কা।
করণ জোহারের বিখ্যাত অনুষ্ঠান 'কফি উইথ করণ'এ গিয়েছিলেন অনুষ্কা শর্মা। সেই অনুষ্ঠানে করণ অনুষ্কাকেও বিতর্ক বাণে খোঁচানোর চেষ্টা করেছিলেন। করণ অনুষ্কাকে প্রশ্ন করেন, তিনি অর্জুন কাপুর, রণবীর সিং এবং বিরাট কোহলির মধ্যে কাকে রাখি পরাতে চান? কার সঙ্গে ডেটে যেতে চান? এবং কাকে ভুলে যেতে চান? অনুষ্কা এঁদের মধ্যে অর্জুনকে রাখি পরাতে চান, বিরাটের সঙ্গে ডেটে যেতে চান এবং রণবীরকে ভুলে যেতে চান। প্রসঙ্গত, 'ব্যান্ড বাজা বারাত' এবং 'লেডিজ ভার্সেস রিকি বেহেল' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অনুষ্কা-রণবীর। তাঁদের রসায়ন পর্দা পেরিয়ে ব্যক্তিগত জীবনে পৌঁছেছিল বলে খবর।
যদিও সেই প্রেম টেকেনি। দু'জনের জীবন দুই খাতে বয়েছে। অনুষ্কা বিরাটকে বিয়ে করেছেন। তাঁর সঙ্গেই কন্যা সন্তানের মা হয়েছেন। অন্যদিকে রণবীরও অনুষ্কাকে ভুলে দীপিকাকে মন দিয়েছেন। বিয়ে করে দু'জনেই বর্তমানে সুখী দম্পতি।