
চলতি বছরের ১ মে, বিধায়ক স্মিতা বক্সীর ছেলে সৌম্য বক্সীর (Soumya Bakshi) সঙ্গে বিয়ে করেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)। সবে এক মাস কেটেছে। এরই মধ্যে আবারও বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। সামাজিক মাধ্যমে নিজেই বিয়ের ভিডিও আপলোড করেছেন। সৌম্য বক্সীর সঙ্গে জাঁকজমক করে বিয়ে করলেও, এই বিয়েতে তেমন আড়ম্বর নেই। বরং শুধুমাত্র অগ্নি সাক্ষী বিয়ে সারলেন সুদীপ্তা। অবাক হলেন তো?
অভিনেত্রী সুদীপ্তা বিয়ে করেছেন ঠিকই। তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে। তিনি বর্তমানে অভিনয় করছেন 'সোহাগ জল' ধারাবাহিকে। সেখানেই অভিনেত্রী সুদীপ্তা অর্থাৎ বেণী বিয়ে করবেন দেওর সাম্যকে। তারপরেই ধারাবাহিকের অন্যান্য চরিত্রদের বেণী বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই ঝিমিয়ে পড়েছিল 'সোহাগ জল' ধারাবাহিক। চিত্রনাট্যের এই মোচড়ে ধারাবাহিক আবারও টিআরপি লিস্টে উঠতে পারে।
প্রসঙ্গত সুদীপ্তা এবং সৌম্যর বিয়ে টলি পাড়ায় সাড়া ফেলে দিয়েছিল। অভিনেত্রীর ইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মীরা, রাজনৈতিক ব্যক্তিত্বরা চাঁদের হাট বসিয়েছিল বিয়েতে। স্বপ্নের মতো বিয়ে করেছিলেন অভিনেত্রী। তবে বিয়ে করেই ফিরেছিলেন নিজের কাজে। অভিনয় জগতে অনেক বছর হল, তাই সুদীপ্তা যে সহজেই দর্শকের মন জয় করতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না।