
বাংলাদেশী (Bangladesh) অভিনেত্রী পরীমণি (Porimoni) মাঝেমধ্যেই চর্চায় উঠে আসেন। অভিনেত্রীর জীবনের প্রেম-বিবাহ-বিচ্ছেদ তাঁর ডানায় বিতর্ক জড়িয়েছে। পরীমণি ধুমধাম করে বিয়ে করেছিলেন বাংলাদেশী অভিনেতা শরিফুল রাজকে (Sariful Raj)। তাঁদের কোলজুড়ে এসেছে সন্তান রাজ্য। কিন্তু পরীর চতুর্থ বিবাহ বোধহয় আর টিকল না। রাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন অভিনেত্রী। এমনকি তিনি আর রাজের সঙ্গে থাকতে চান না, এই ঘোষণাও করেছেন।
কিছুদিন আগেই রাজ শরিফুলের ফেসবুক প্রোফাইল থেকে তিন অভিনেত্রীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়। এরপরেই পরীমণি ছেলে রাজ্যকে নিয়ে শরিফুলের বাড়ি ছাড়েন। যদিও শরিফুলের বক্তব্য, তাঁর ফেসবুক প্রোফাইল থেকে পরীমণি নিজেই সেই ভিডিও ভাইরাল করেছেন। তবে রাজের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পরী। তাঁর পাল্টা অভিযোগ, তিনি যখন হাসপাতালে ভর্তি ছিলেন রাজ একবারও তাঁকে দেখতে যাননি, সেই সময়েই নাকি রাজ বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
সম্প্রতি পরীমণি এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমি চাই সে আমার সঙ্গে বিচ্ছেদ করুক। আমি তাঁর স্ত্রী হিসেবে পরিচিত হতে চাইছি না। আমাকে রাজের প্রাক্তন বলে সম্বোধন করলে আমি বেশি খুশি হব। ' তাহলে কী পরী রাজের সঙ্গে বিচ্ছেদ করছেন? অভিনেত্রীর কথায়, 'আমার সঙ্গে রাজের মানসিক- শারীরিক সম্পর্ক নেই। বিচ্ছেদ তো হয়েই গিয়েছে।'