
অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah) দেশের হাল হকিকত নিয়ে সরব হন মাঝেমধ্যে। এবার দেশের নতুন সংসদ ভবন সম্পর্কে নিজের বক্তব্য জানালেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতাকে নতুন সংসদ ভবন (New Parliament House) নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। এমনকি নাম না করেই বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অভিনেতা বলেন 'প্রধান নেতা নিজের স্মৃতিস্তম্ভ বানিয়েছেন। এইভাবেই তিনি সকলের মনে থাকবেন ' এখানেই শেষ করেননি মন্তব্য।
অভিনেতা আরও বলেছেন, 'পুরোনো সংসদ ভবনের বয়স ১০০ বছর। একটি নতুন সংসদ ভবনের প্রয়োজন ছিল, একথা সত্যি। কিন্তু এই ধরণের একটি অনুষ্ঠানের প্রয়োজন ছিল কী ? যেখানে তুমি সব কিছুতেই ধর্মীয় ধারণা প্রকাশ করছ।' অভিনেতা নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠানকে 'ভ্রান্ত মহিমা' বলেছেন।
নাসিরুদ্দিন শাহ আরও বলেছেন, 'আমাদের দেশ এই জন্যই ভুগছেন। আপনি পণ্ডিত বেষ্টিত হয়ে এলেন, যেন ইংল্যান্ডের রাজা বিশপ পরিবেষ্টিত হয়ে এসেছেন একটি রাজদণ্ড হাতে।' বক্তব্যের শেষে অভিনেতা যোগ করেন, 'এই সংসদ ভবন আমাদের গণতন্ত্রের চিহ্ন। আশা করি, আমাদের গণতন্ত্র সুরক্ষিত থাকবে।