
জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন অভিনেতা আশীষ বিদ্যার্থী (Ashish Vidyarthi)। প্রথম স্ত্রী পিলু ওরফে রাজষি বড়ুয়ার সঙ্গে বিচ্ছেদের পর এক থাকতে চাননি তিনি। এমন সময় পরিচয় হয় অসমের পোশাক শিল্পী রূপালী বড়ুয়ার (Rupali Barua) সঙ্গে। তাঁর সঙ্গেই গত মাসে গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা। সামাজিক মাধ্যমে তাঁর বিয়ের ছবি ভাইরাল হয়েছিল নিমেষেই। ৫৭ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসার জন্য তাঁকে কম কটাক্ষ শুনতে হয়নি।
শেষ পর্যন্ত আশীষকেই এগিয়ে এসে তাঁর বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলতে হয়। আশীষ স্পষ্ট করে বলেন, ভিন্ন মত ও ভিন্ন জীবনের আকাঙ্খার জন্যই প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ করেছেন তিনি। এও বলেছিলেন, জীবনে চলার পথে তাঁর একজন সঙ্গী দরকার ছিল। কলকাতায় ফুড ভ্লগিং করতে এসেই রূপালীর সঙ্গে আলাপ হয়েছিল অভিনেতার। দীর্ঘ সময় রূপালীর সঙ্গে কথা বলার পর তিনি বুঝতে পারেন, রূপালীই তাঁর জীবনের সেই বিশেষ মানুষ যার সঙ্গে তিনি জীবন কাটাতে চান।
বিয়ে পর্ব মিটতেই এবার আশীষ বেরিয়ে পড়েছেন স্ত্রী রূপালীকে নিয়ে মধুচন্দ্রিমায়। যদিও অভিনেতা নিজে মধুচন্দ্রিমার কথা বলেননি, তবে তাঁর সঙ্গে স্ত্রীয়ের ঘুরতে যাওয়ার ছবি দেখে নেটিজেনরা তাই বলছেন। অভিনেতা যে ছবিটি আপলোড করেছেন তাতে দেখা গিয়েছে, নতুন দম্পতি একে অপরের পাশে বসে রয়েছেন। ক্যাপশনে আশীষ লিখেছেন, 'ধন্যবাদ বন্ধুরা তোমাদের ভালোবাসা এবং শুভেচ্ছার জন্য।' একইসঙ্গে তাঁর বহু উচ্চারিত সংলাপ লিখেছেন, 'আলশুকরান বন্ধু, আলশুকরান জিন্দেগী। '