
মীরাবাঈ চানু’ এই নামেই বড় পর্দায় আসতে চলেছে টোকিও অলিম্পিক্সের রুপো জয়ী ভারোত্তলক মীরাবাঈ-এর জীবন কাহিনী। ইতিমধ্যেই ছবির কাজ শুরু হয়ে গিয়েছে। মনিপুরের একটি ফিল্ম প্রোডাকশন হাউস ‘মীরাবাঈ চানু’ নামটি রেজিস্ট্রেশনের জন্য ফিল্ম ফোরাম মনিপুরে পাঠিয়ে দিয়েছে। এর আগে নীরজ চোপড়ার বায়োপিক তৈরির কাজ শুরু হওয়ার কথা ছিল।
এরমাঝেই মীরবাঈ চানুকে নিয়ে বায়োপিক তৈরির কাজ শুরু হয়েগেল। যদিও ছবির নাম রেজিস্টির মানে হল ফিল্ম তৈরির কাজ শুরু হওয়া। এ বার খুব শীঘ্রই মীরাবাঈ চানুকে নিয়ে নতুন বায়োপিক দেখা যাবে।শুধুমাত্র মনিপুরের স্থানীয় ভাষায় এই ফিল্ম তৈরি হবে না। আন্তর্জাতিক মঞ্চে মীরাবাঈ চানুর গল্প তুলে ধরতে চায় এই প্রোডাকশন হাউস। তাই থাকবে ইংরেজি সাবটাইটেল। ইংরেজি সহ আরও বেশ কয়েকটি আঞ্চলিক ভাষায় দেখা যাবে এই ছবি.