Covid update : উৎসবের মরশুমে দেশের সংক্রমণ নিয়ন্ত্রণে, কমল অ্যাকটিভ কেস

উৎসবের মরশুমে অর্থাৎ অক্টবর মাসেই যে করোনার তৃতীয় ঢেউ আসার কথা তা আগেই জানিয়ে দিয়েছিলেন, বিশেষজ্ঞরা। এদিকে পুজোতে অনেকটাই ভিড় বেড়েছে। সংক্রমণ বের থাকার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে অন্য কথা। যত দিন যাচ্ছে করোনা মোকাবিলায় ততই শক্তিশালী হচ্ছে দেশ। বাড়ছে সুস্থতার হার। আর স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৯৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

যা গতকালের থেকে সামান্য বেশি হলেও সার্বিক পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এই মুহূর্তে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৫৩ হাজার ৫৭৩। ২৪ ঘণ্টায় একলাফে অনেকখানি কমল মৃতের সংখ্যা। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৬৬ জন। যা গতকাল ছিল ৩৭৯। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৫১ হাজার ৯৮০ জন।

সংক্রমণ সামান্য বাড়লেও গত ২৪ ঘণ্টায় স্বস্তি দিয়েছে করোনার অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ১ হাজার ৬৩২ জন। যা গতকালের থেকে বেশ খানিকটা কম। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৩ লক্ষ ৯৯ হাজার ৯৬১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৭ হাজার ৮৬১ জন।

....

16 hours ago