Kali Puja: অপেক্ষায় কালীপুজো

বাঙালি হিন্দুদের সবথেকে প্রধান পুজো কিন্তু কালীপুজো | যদিও দুর্গোৎসব আম বাঙালির প্রধান উৎসব, যেখানে পুজোর থেকেও উৎসবের আয়োজন থাকে বেশি | নতুন পোশাক পড়ে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো এবং নানান খাওয়া দাওয়া, তার সাথে বন্ধুবান্ধবের সাথে আড্ডাই প্রধান থাকে দুর্গাপূজার দিনগুলিতে | এখন তো অবশ্য থিম পুজোর দিন, ফলে মানুষের কাছে আজ দুর্গাপূজা একটি প্রদর্শনীর মতো | 

কালীপুজো একেবারেই ভিন্ন | পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন প্রান্তে কালী আরাধনা কিন্তু নিষ্ঠার সঙ্গে পালিত হয়ে থাকে | এখানে তন্ত্রমন্ত্রের প্রয়োগ সব থেকে বেশি | রাতভর পুজো হয়ে থাকে যে কোনও অমাবস্যায় |

কালী নানান রূপে পূজিত হন | অনেক স্থানে দেবীমূর্তি সম্পূর্ণ কালো , কোথাও নীল বর্ণের কালিকা, কোথাও কালীর গাত্র লাল | তারামাতাও কালীর এক রূপ হিসাবে পূজিত হয়ে থাকেন | এখানে কালীর মুখমন্ডল রুপোলি | আবার শিবের বক্ষে ডান পা থাকলে তার নাম দক্ষিনা কালী এবং বাম পা থাকলে বামাকালী | ভিন্ন ভিন্ন মতে কালী পূজিত হয়ে থাকেন | সারা বছর দেবী কালী প্রতিদিনই পূজিতা হলেও প্রধান দিন ওই অমাবস্যায় | কালীপুজো বিভিন্ন ক্লাব সংগঠন করে থাকে | মন্দির ছাড়াও বাড়িতেও দীপাবলির দিন কালীপূজা হয় | 

কালীকে প্রধান ঈশ্বর বলেই মানে অনেকে | পশ্চিমবঙ্গের প্রতি জেলাতে কালী মন্দির আছে , খুঁজলে প্রতিটি ওয়ার্ডে কালীর ছোট থেকে বড় মন্দির দেখা যায় | ক্লাব বা বিভিন্ন সংস্থার পুজো হলেও তা কিন্তু কখনও থিমের পুজো হয় না | এই কালীপুজো আসলে দীপান্বিতা | 

সারা ভারতে লক্ষ্মীপুজো হয়। এই পুজো মহালক্ষ্মী পুজো,আসলে তার হাত ধরেই দীপান্বিতা আসে। কারণ রামায়ণে কথিত আছে, দীর্ঘ ১৪ বছর বনবাস শেষে রাবনকে হত্যা করে সুদূর লঙ্কা থেকে রাম এই দিনই অযোদ্ধায় প্রবেশ করেছিল। প্রদীপের অলোতে সেজে উঠেছিল দেশ। তার জন্যই এর নাম দীপান্বিতা। তাই বাঙালিরা কালীপুজোতেই দীপান্বিতা পালন করেন। 


....

5 days ago