আজ সৌরভ গঙ্গোপাধ্যায় মস্ত শিক্ষা দিলেন আম নাগরিককে। শীতকালে আমাদের খাওয় দাওয়া একটু বেশিই হয় তার সাথে ফুলকপি গুড়ের মিষ্টি ইত্যাদি। একটা বয়সের পর সবাইকে সতর্ক হতে হয়। ৪০ বছর হয়ে গেলেই আসতে পারে প্রেসার, সুগার কিংবা হার্টের সমস্যা। শীতের সময়ে বেশিই হয়ে থাকে কারণ গরম পোশাকে ঢাকা থাকে শরীর এবং লেপ বা কম্বল তো রাতে লাগেই।
চিকিৎসকরা বলেন, এ সময়ে হাঁটাচলা করতে বিশেষ করে যাদের শরীর ভারী আবার ভুঁড়ির সমস্যা রয়েছে তাদের খাওয়ার পর সময় নিয়ে শুতে যাওয়া উচিত। কিন্তু শ্বাসকষ্ট হলেই আমরা ভাবি কপি বা গুড় খেয়ে গ্যাস হয়েছে চট করে অ্যান্টাসিড খেয়ে ফেলা হয় ওর পরেও বুকব্যথা ইত্যাদি হওয়ার পর জানা যায় সে হৃদরোগে আক্রান্ত হয়েছে। সৌরভের চিকিৎসকরা জানাচ্ছেন, শরীরে অস্বস্তি হওয়ার সাথে সাথেই তিনি হাসপাতালে চলে এসেছিলেন, যার জন্য চিকিৎসা সঠিকভাবে হয়েছে এর নাম গোল্ডেন পিরিয়ড ট্রিটমেন্ট কাজেই শ্বাসকষ্ট বা বুকে চিনচিনে ব্যাথা হলেই ডাক্তার দেখান।