ব্রেকিং নিউজ
Siliguri bomb scare শিলিগুড়ি জংশন স্টেশনে ট্রেনের মধ্যে পরিত্যক্ত আ্যাটাচি ঘিরে বোমাতঙ্ক
HomestateSiliguri bomb scare শিলিগুড়ি জংশন স্টেশনে ট্রেনের মধ্যে পরিত্যক্ত আ্যাটাচি ঘিরে বোমাতঙ্ক
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-23 17:00:36
এমনিতেই সামনে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশজুড়ে কড়া নিরাপত্তা চারদিকে। দিল্লি পুলিস বিভিন্ন জায়গায় জারি করেছে হাই অ্যালার্ট। এরকম একটা অবস্থায় শিলিগুড়িতে একটি এক্সপ্রেস ট্রেনের মধ্যে পরিত্যক্ত ব্যাগ ঘিরে ছড়াল বোমাতঙ্ক। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায়। কিছুটা আতঙ্কও ছড়ায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, বগিটি আলাদা করে আপাতত তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
ঘটনাস্থলে রয়েছে রেল পুলিশ, বোম স্কোয়াড এবং জংশন পুলিশ। রেল সূত্রে খবর, আলিপুরদুয়ার থেকে যাত্রী নিয়ে কাটিহার যাচ্ছিল ডাউন কাটিহার-আলিপুরদুয়ার এক্সপ্রেস। ট্রেনটি শিলিগুড়ি জংশনে পৌঁছলে যাত্রীরা নামার পর দেখা যায়, ট্রেনের D-3 বগিতে একটি লাল রঙের পরিত্যক্ত অ্য়াটাচি পড়ে রয়েছে। এরপরই শুরু হয় বোমাতঙ্ক। D-3 বগিটি ট্রেনের থেকে আলাদা করে দেওয়া হয়। আদৌ ওই পরিত্যক্ত ব্যাগে বোমা রয়েছে, না অন্যকিছু, তা খতিয়ে দেখছে পুলিশ।