ব্রেকিং নিউজ
Bomb Recovery কোচবিহার থেকে উদ্ধার প্রচুর পরিমাণে বোমা, আতঙ্কিত এলাকাবাসী
HomestateBomb Recovery কোচবিহার থেকে উদ্ধার প্রচুর পরিমাণে বোমা, আতঙ্কিত এলাকাবাসী
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-17 09:39:50
রবিবার কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকের দক্ষিণ পচাগর ঠাকুরপাড়া গ্রাম এলাকায় জঙ্গলে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।
রবিবারই এই খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিস ঘটনাস্থলে এসে ৯ টি বোমা নিষ্ক্রিয় করে। কিন্তু রাত হতেই অন্ধকার হয়ে যাওয়ার দরুণ জঙ্গলে থাকা আরও বেশকিছু বোম উদ্ধার করতে পারেনি পুলিস প্রশাসন। আর সে কারণেই এই এলাকাটিকে ঘিরে ফেলে পুলিসি প্রহরা থাকে রবিবার সারা রাত। তড়িঘড়ি খবর দেওয়া হয় বোম স্কোয়াডে। ঘটনাস্থল থেকে মাথাভাঙার সময় মাত্র দেড় কিলোমিটার দূরত্ব রয়েছে বলে জানা যায়।
স্থানীয়রা জানান, রবিবার এলাকার বাচ্চারা এই বোমাগুলি দেখতে পেলে তারাই তাদের বাবা-মাদের জানায়। তারা মোট ৩ টি বস্তা দেখতে পায়। একটির মধ্য়ে ছিল ভুসি আর তার উপরই ছিল বোম। আর তা দেখেই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। রাতভর পুলিসি নজরদারি চলে। তাঁদের আশঙ্কা বোমাগুলি উদ্ধার না হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।
তবে প্রশ্ন উঠেছে তাঁদের সুরক্ষা নিয়ে। এলাকাবাসীদের আর্জি, ঘটনার তদন্তে নামুক পুলিস। কোনও অসামাজিক কাজ হয়না এলাকায়। তবুও কারা করল এই কাজ তা খতিয়ে দেখার আর্জি জানান তাঁরা।
কী কারণে, কারাই বা এই বোমাগুলি মজুদ করেছিল অভিযোগের ভিত্তিতে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। সোমবার সকালেই বোম স্কোয়াডের ঘটনাস্থলে পৌঁছনোর কথা। সামনে পুর-নির্বাচন, আর তার ঠিক আগেই এত বিপুল পরিমাণ বোমা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।