বাঙালিকন্যার এভারেস্ট (Everest) জয়, তাও আবার কৃত্রিম অক্সিজেন ছাড়া। এমন সাফল্য ছুঁয়ে নজর কাড়লেন চন্দননগরের (Chandannagar) পিয়ালি বসাক। ভারতীয় সময় রবিবার (IST) সকাল সাড়ে ৮টা এবং নেপালের স্থানীয় সময় সকাল ৯টায় এই কীর্তি গড়েন মার্শাল আর্টে ব্ল্যাকবেল্ট পিয়ালি (Piyali Basak)। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের আগে অমরনাথ, ধৌলগিরি এবং মানসুলুর শিখর ছুঁয়েছেন এই বঙ্গতনয়া।
কিন্তু বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের সাফল্য এই প্রথম। যদিও তিন বছর আগে এভারেস্টের সাড়ে ৪০০ মিটার দূর থেকে ফিরতে হয়েছিল তাঁকে। সেই সময় হতাশা গ্রাস করলেও, শেষ তিন বছরে ঘুরে দাঁড়িয়েছেন এই বঙ্গতনয়া। এবার মূলত ক্রাউড ফান্ডিংয়ের ভরসায় ৩ এপ্রিল চন্দননগর থেকে মাউন্ট এভারেস্টের উদ্দেশে রওনা দিয়েছিলেন পিয়ালি।
বিশ্বে এমন অনেক পর্বতারোহী রয়েছেন, যাঁরা অক্সিজেন ছাড়াই ৮৮৪৮ মিটার উপরে উঠে এভারেস্ট শৃঙ্গ ছুঁয়েছেন। কিন্তু বাঙালি মেয়ে হিসেবে পিয়ালিই প্রথম যিনি এই রেকর্ড গড়েছেন। তাঁর এই পর্বতদৃঢ় সাফল্যকে কুর্নিশ জানান এ রাজ্যের অন্য পর্বতারোহীরা।