ব্রেকিং নিউজ
MURDER আসানসোলের গুলিকাণ্ডের কিনারা, গ্রেফতার ৪
HomestateMURDER আসানসোলের গুলিকাণ্ডের কিনারা, গ্রেফতার ৪
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-21 15:50:12
আসানসোলের কুলটি থানার সাঁকতোরিয়া ফাঁড়ির অন্তর্গত শীতলপুর তুলসী হিড় এলাকায় পরেশ মারান্ডির খুনের ঘটনায় এবার পুলিস তাঁর স্ত্রী মঙ্গলা মারান্ডি এবং তাঁর মেয়ের প্রেমিক সহ মোট ৪ জনকে গ্রেফতার করে।
জানা যায়, এই এলাকার এক ঝুপড়িতে শুটআউটের ঘটনায় কিনারা করে কুলটি থানার পুলিস। মৃতের নাম পরেশ মারান্ডি। খুনের ঘটনার কিনারাতে পুলিসের কাছে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। এই খুনের নেপথ্যে পরেশ মারান্ডির স্ত্রী মঙ্গলা মারান্ডির ইন্ধনে খুন করা হয় বলে অভিযোগ। আড়াই লক্ষ টাকার বিনিময়ে শার্প সুটার দিয়ে খুন করানো হয় বলে খবর। তবে এই ঘটনায় শার্প সুটার খুনের পর বিহারে পালিয়ে যায়। এই গুলি কাণ্ডের ঘটনায় অভিযুক্ত এক মহিলা সহ মোট চারজনকে কুলটি থানার পুলিস গ্রেফতার করে। শুক্রবার আসানসোল আদালতে পাঠানো হয় অভিযুক্তদের। ঘটনার তদন্তে পুলিস।
জানা যায় ধৃতরা হল মেয়ের প্রেমিক,বছর ২১ শের বিশাল পাসোয়ান, বছর ২৬ শের সন্দীপ নোনিয়া এবং মৃতের স্ত্রী মঙ্গলা মারান্ডি।
প্রসঙ্গত,আসানসোলের কুলটি থানার অন্তর্গত শীতলপুর তুলসীহিড় এলাকায় একটি ঝুপড়িতে এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বুধবার সকাল ন'টা নাগাদ ওই এলাকায় একটি বাড়িতে বসে থাকা অবস্থায় গুলি চালায় দুষ্কৃতী। ঘটনার তদন্তে নামে কুলটি থানার পুলিস। পুলিস আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
স্থানীয় বাসিন্দারা জানান, কিছু বছর আগে তিনি ইসিএলে কর্মরত ছিলেন। তবে বর্তমানে তিনি কর্মহীন ছিলেন। তবে পরিবারের সঙ্গে ভালো ছিল না তাঁর সম্পর্ক। শুধু এই ঘটনা নয়, কয়েকদিন আগেই ডিসেরগর নদী থেকে গলাকাটা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছিল কুলটি থানার সাঁকতরিয়া ফাঁড়ির ডিসেরগর এলাকায়।
ঘটনার অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পুরুলিয়া-বরাকর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। তাঁরা প্রশ্ন তুলেছিলেন, আসানসোলে কেন এই ধরনের ঘটনা ঘটছে বারবার? কেনই বা হুঁশ ফিরছে না প্রশাসনের। তাঁদের এই অভিযোগকে সামনে রেখেই খুনের ৪৮ ঘণ্টার মধ্যে কিনারা বের করল কুলটি থানার পুলিস।