প্রায় ৪৮ ঘণ্টা লাগাতার তল্লাশির পর অবশেষে উদ্ধার হল মণিপুরের ধসে নিখোঁজ বসিরহাটের সেনা জওয়ানের নিথর দেহ। বৃহস্পতিবার ভোররাতে মণিপুরের নেনো জেলায় টুপুল রেল ইয়ার্ডে রেললাইন পাতার কাজের সময় সেখানকার নিরাপত্তার কাজে কর্মরত ছিলেন শেখ মহিউদ্দিন। সেই সময় অতিরিক্ত বৃষ্টির জেরে বিধ্বংসী ধসে নিখোঁজ হয়ে যান তিনি। তারপর থেকে তাঁর খোঁজেতল্লাশি শুরু করেছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, অসম রাইফেলস ও টেরিটোরিয়াল আর্মি।
লাগাতার তল্লাশি চালানোর পর অবশেষে মাটির স্তূপের নিচে থেকে টেরিটোরিয়াল আর্মির ১০৭ ব্যাটালিয়নের সেনা জওয়ান শেখ মহিউদ্দিন সহ মোট তিন সেনা জওয়ানের নিথর দেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। এই খবর জানার পরেই শোকের ছায়া নেমে এসেছে শেখ মহিউদ্দিনের পরিবারে। তিনি বসিরহাটের মাটিয়া থানার ঘোড়ারাস কুলীনগ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘোড়ারাস উত্তরপাড়ার বাসিন্দা ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দেহটি ইতিমধ্যে ভারতীয় সেনা তাঁদের নিজেদের হেফাজতে রেখেছেন। সেনা হাসপাতালে তাঁদের ময়নাতদন্ত হবে। তারপর আগামীকাল রবিবার আকাশপথে তাঁকে আনা হবে কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে তাঁর বাড়িতে।