এবার এক নাবালিকার বিয়ে বন্ধ হল পুলিস প্রশাসনের উদ্যোগে। পুলিসের এই কাজে সাধুবাদ জানায় স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণার (South 24 pargana) সাগর এলাকার।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা যায়, ১৪ ই মে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর থানার (sagar police station) অন্তর্গত রাধাকৃষ্ণপুরে (radhakrishnapur) এক ১৪ বছরের নাবালিকা মেয়ে ও ১৬ বছরের নাবালক ছেলের বিয়ে হচ্ছিল। সেই খবর গোপন সূত্রে পায় সাগর ব্লক প্রশাসন ও সাগর পুলিস প্রশাসন। এরপর সাগরের বিডিও এবং পুলিসের তৎপরতায় ওই নাবালিকা ও নাবালক দুজনকেই উদ্ধার করে সাগর থানায় নিয়ে আসে সাগর থানার পুলিস।