গত দুদিন ধরেই প্রবল ঝড় বৃষ্টি কলকাতায় (kolkata)৷ শনিবার রাতেও কলকাতায় প্রবল ঝড় বৃষ্টি (heavy rain) হয়েছিল৷ শুধু কলকাতা নয়, পার্শ্ববর্তী এলাকাতেও প্রবল ঝড় বৃষ্টির দেখা মেলে। কলকাতায় ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার গতিতে হাওয়া বয়ে গিয়েছিল গতকালের ঝড়৷ যদিও এই ঝড় কালবৈশাখী নয় বলেই জানিয়েছিলেন আবহবিদরা।
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতরাতের কালবৈশাখির জেরে আজ সকালে সহনীয় আবহাওয়া। বেলা বাড়লে চুড়ান্ত ঘর্মাক্ত অস্বস্তি বাড়বে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে। সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাষ্পের পরিমাণ ৯৫ শতাংশ স্পর্শ করতে পারে। কলকাতায় কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কালবৈশাখীর জেরে রাতের তাপমাত্রা একধাক্কায় স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কমে। কলকাতায় বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটারের সামান্য বেশি।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে আরও চার দিন। একই সঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আরও চারদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা।
আবহাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কয়েক পশলা বজ্র বিদ্যুত সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্র বিদ্যুত সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে এই বৃষ্টি একটানা হবে না। বিক্ষিপ্তভাবে হবে। আগামীকাল দক্ষিণ আন্দামান সাগরে মৌসুমী বায়ু পৌছে যাওয়ার অনুকূল পরিস্থিতি। বর্ষার আগাম আগমনের পূর্বাভাস কেরলে। ভারতের মূল ভূখণ্ডে প্রবেশের দিন পনেরোর মধ্যে বঙ্গে প্রবেশ বর্ষার।