শুভেন্দু অধিকারীকে প্রাণনাশের হুমকি ও হাইকোর্টের বিচারপতিকে টাকা দিয়ে কিনে রাখার অভিযোগ করলেন কাঁথি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানায় ডেপুটেশন দেওয়ার নামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অম্বিকেশ মান্না, সুদীপ বেরা, আশাতুল সাহা সহ দলের বহু কর্মী-সমর্থকের উপর গুণ্ডামির প্রতিবাদে ধিক্কারসভা ছিল তৃণমূলের। আজ সকালে কাঁথির আউটডোর থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত তৃণমূলের ধিক্কার মিছিল বের হয়। এই মিছিলে পা মেলান তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুণকুমার মাইতি ও কাঁথি দেশপ্রাণ ব্লকের সহ সভাপতি তরুণ জানা, কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন, কাঁথি পুরসভার চেয়ারম্যান সুফল মান্না সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই ধিক্কার মঞ্চেই প্রদীপ গায়েন শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেন, তৃণমূল চাইলে তিনি কাঁথি ঢুকতে পারবেন না। এমনকী তাঁর নিরাপত্তারক্ষীর সামনে তাঁকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
পাশাপাশি তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারী হাইকোর্টের বিচারপতিকে টাকা দিয়ে কিনে রেখেছেন, সে কারণে শুভেন্দু অধিকারীকে কিছু বলা যাবে না।
ছোট নেতাদের কথার কোনও গুরুত্ব দেব না। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে টেলিফোনে জানালেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী।