অবশেষে তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিং। যাবতীয় জল্পনার অবসান হল। অর্জুন সিংয়ের তৃণমূলে ফেরার কাউন্টডাউন শুরু হয়েছিল সকাল থেকেই। জল্পনা জিইয়ে রেখে রবিবার সকালে সাংবাদিক বৈঠক করেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, "আমি মানুষকে নিয়ে রাজনীতি করি। বারাকপুরের মানুষ আমার পাশে আছে। যারা পাশে আছে তাদের ধন্যবাদ, যারা নেই তাদেরও ধন্যবাদ। আমি তৃণমূলের জন্মলগ্ন থেকে ছিলাম। বিজেপিতে থাকব কিনা, তা সময়ই বলবে"।
একদিকে শেষের কাউন্টডাউন, অন্যদিকে শুরুর কাউন্টডাউন, এই দুই সময়ের মাঝে এদিন সাংবাদিক বৈঠক করেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। সাংবাদিক সম্মেলনের পর অর্জুন সিং গাড়ি নিয়ে সোজা চলে যান আলিপুরের তাজ হোটেলে। অন্যদিকে, অভিষেকের অফিসে ছিলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক প্রমুখ। দুপুর ২ টো ২০ নাগাদ অর্জুন সিং তাজ হোটেল থেকে বেরিয়ে সোজা পৌঁছে যান ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। ফলে জল কতদূর গড়ায়, তার দিকেই নজর ছিল সবার। সেই জল্পনার অবসান হল
বিজেপি সাংসদের হিন্দি ট্যুইটে সকালেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। হিন্দিতে ট্যুইট করে অর্জুন সিং লেখেন, ''শুনছি আজ সমুদ্র নিজেকে নিয়ে গর্বিত। সেখানে নৌকা নিয়ে যাই চলো, যেখানে তুফান এসেছে।''
প্রশ্ন উঠছে, কোথায় আবার তুফানের কথা শুনলেন অর্জুন? সেখানে একেবারে নৌকা নিয়ে যাওয়ার কথা বলছেন কেন? তবে কি দলবদল এখন সময়ের অপেক্ষা? চর্চা চলে, আজই ফের পুরনো দলের পতাকা হাতে তুলে নিলেন বিজেপি সাংসদ।
তবে তাঁর মন ভেজাতে চেষ্টার কোনও কসুর করেনি বিজেপি নেতৃত্ব। এমনকী তাঁর সঙ্গে বারবার বৈঠকে বসেছেন কেন্দ্রীয় নেতারাও। কিন্তু শেষ পর্যন্ত সেসব জলেই গেল