এ বছর উত্তরবঙ্গে সময়ের আগেই প্রবেশ করেছিল বর্ষা। এখনও উত্তরবঙ্গে চলছে অবিরাম বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দেখা নেই। রাজ্যবাসীর মনে একটাই প্রশ্ন, দক্ষিণবঙ্গে কবে বৃষ্টিপাত হবে? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হতে পারে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সঙ্গে জলীয় বাষ্পের আধিক্য থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কম-বেশি সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের কয়েকটা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, বলছে হাওয়া অফিস।
আগামী ৩৬ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টি হবে। এর পাশাপাশি দু-এক জায়গায় বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে উপকূলবর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বিশেষ করে দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর। তবে ৩ জুলাই বৃষ্টির পরিমাণ একটু কমবে। আগামী ৪ এবং ৫ জুলাই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে। তখন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৫ দিন প্রধানত মাঝারি ধরনের বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির প্রভাব বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু-একটা জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করছে হাওয়া অফিস।
তবে বর্ষা এলেও শহর কলকাতায় সেভাবে বৃষ্টি হয়নি। বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি হলেও কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। দু'এক পশলা বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।