ব্যান্ডেলের পর শিয়ালদহ ডিভিশন। ফের নাজেহাল হতে পারেন লোকাল ট্রেনের নিত্যযাত্রীরা। শিয়ালদহ এবং দমদমের মধ্যে ২২ নং ব্রিজের রি-গার্ডারের কারণে ট্রাফিক এবং পাওয়ার ব্লক করার পরিকল্পনা করা হয়েছে৷ এর ফলে শনিবার রাত সাড়ে এগারোটা থেকে পরের দিন রবিবার অর্থাত্ ৩ জুলাই সকাল সাড়ে নটা পর্যন্ত দশ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে। পূর্ব রেল সূত্রে খবর, দশ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন শাখার ৩৮টি লোকাল বাতিল করা হয়েছে। যে সব আপ ও ডাউন লোকাল ট্রেন বাতিল হয়েছে, তার মধ্যে রয়েছে হাবড়া, ডানকুনি, রানাঘাট, কল্যাণী, দত্তপুকুর, হাসনাবাদ, বারাকপুর, নৈহাটি, বারাসত, শান্তিপুর, বজবজ, গেদে লোকাল।
এছাড়া দূরপাল্লার আপের ট্রেনগুলিও দেরিতে ছাড়বে। অন্য দিকে ওই সময়ে যে দূরপাল্লার ট্রেনগুলির শিয়ালদহ ও কলকাতা আসার কথা রয়েছে, সেগুলি মাঝপথে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।