২৫ এপ্রিল, ২০২৪

Asia Cup: মরুশহরে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের খেতাব শ্রীলঙ্কার ঝুলিতে
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-12 11:00:07   Share:   

এভাবেও ফিরে আসা যায়। দেখিয়ে দিল শ্রীলঙ্কা ক্রিকেট দল (Srilanka Cricket Team)। দেশ জুড়ে চলছে আর্থিক ও রাজনৈতিক সংকট। তার মধ্যেও এশিয়া কাপে (Asia Cup 2022)  ক্রিকেট মাঠে সাফল্য কিছুটা স্বস্তি দিল শ্রীলঙ্কা বাসীকে। এশিয়া কাপে পাকিস্তানকে (Pakistan Cricket Team) হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। মরুশহরে অনুষ্ঠিত হয় এই মেগা টুর্নামেন্ট।

ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে আট বছর পর এশিয়ার সেরা শ্রীলঙ্কা। ফাইনালে শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষে ৪৫ বলে ৭১  অপরাজিত রান করেন। হাসারাঙ্গা ৩৬রানে ভর করে ১৭০রান এনে দিলেন লঙ্কাবাহিনীকে। ১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান ধসে গেল দেড়শোর আগেই। ফাইনালে অলআউটের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হল পাক বাহিনীকে।

উল্লেখ্য,  এখনও অবধি মাত্র দু-বার এশিয়া কাপ জিতেছে পাকিস্তান। প্রথম বার এশিয়া কাপ জয় ২০০০ সালে। পরবর্তী এশিয়া কাপ ট্রফি জিততে লেগেছিল আরও ১২ বছর। এবারেও এশিয়া কাপ জয়ের সুযোগ বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানের কাছ থেকে হাতছাড়া হয়ে গেল।


Follow us on :