২০ এপ্রিল, ২০২৪

Suvendu: 'এখানকার সাংসদ সর্বভুক', ডায়মন্ডহারবারে দাঁড়িয়ে কার উদ্দেশে মন্তব্য শুভেন্দুর
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-03 20:07:43   Share:   

এখানকার সাংসদ (MP Abhishek Banerjee) সর্বভুক, কয়লা খান, বালি খান, গরু খান, মদের বোতল খান। স্কুলের ইউনিফর্মের টাকাও খান। চাকরি বেচেছেন এখানকার সাংসদ। ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সভা থেকেই এভাবেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তিনি সুর চড়িয়ে বলেন, 'যারা বলছেন কেন কিছু হচ্ছে না তাঁরা অপেক্ষা করুন। মধু কোড়া দুর্নীতি করে পার পায়নি। মোদীজির একটা স্লোগান আছে না, না খাউঙ্গা, না খানে দুঙ্গা।'

এদিন তাঁর বক্তৃতায় পার্থ-অর্পিতার প্রসঙ্গ এসেছে। তিনি প্রসঙ্গের সরাসরি উল্লেখ করে বলেন, '১৫ অগাস্ট লালকেল্লার ভাষণ থেকে মোদীজি কী বলেছেন? গরিব খুঁজছে ছাদ, আমাদের দেশের নেতা কিনছে ফ্ল্যাট। মানে অপা সিন্ডিকেট, কলকাতা, দরজা খুললেই লাল বান্ডিল।' রাজ্যের কয়েকজন পুলিস কর্তাদের উদ্দেশেও এদিন সরব ছিলেন বিরোধী দলনেতা। তিনি দুই আইপিএসের নাম উল্লেখ করে বলেন, 'আপনাদের বিরুদ্ধে অবমাননার মামলা হাইকোর্টে দায়ের করব। ছাড়ার কোনও জায়গা নেই। ডিজির বিরুদ্ধেও অবমাননার মামলা দায়ের হবে। যত গাড়ির কাচ ভেঙেছে সরকারের থেকে ক্ষতিপূরণ আদায় করব। কী করে করতে হয় আমি জানি।'

এদিন ছিল সুপার শনিবার। হাইভোল্টেজ রাজনৈতিক ময়দানে ম্যাচ ছিল শুভেন্দু অধিকারী বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ এদিন সভা করেন কাঁথিতে আর শুভেন্দু অধিকারী সভা করেন ডায়মন্ড হারবারে। আর যুযুধান এই দুই নেতার বাকযুদ্ধের দিকে নজর ছিল বাংলার রাজনীতি।


Follow us on :