২৮ মার্চ, ২০২৪

Mithun: 'বাংলায় বিজেপি সরকার এলেই বিনিয়োগের বন্যা', দাবি মিঠুনের, পাল্টা কী বলছেন ফিরহাদ
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-26 16:17:39   Share:   

আমি গ্যারান্টি দিচ্ছি যেদিন বিজেপি সরকারকে (BJP Government) আসবে, বাংলায় বিনিয়োগের বন্যা বইবে। শনিবার সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) পাশে বসিয়ে এই দাবি করেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তিনি জানান, 'এতো বিনিয়োগ হবে চোখে দেখে মনে করবেন এটা সত্যি না স্বপ্ন। আমি একজন ছোট অভিনেতা, কিন্তু বড় বিনিয়োগকারীদের সঙ্গে কথা হয়। তাঁদের বক্তব্য একটাই, টাটা পর্বের পর আমরা একটু ভিত।' পাশাপাশি এদিন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূলের (TMC) সাম্প্রতিক অভিযোগ নস্যাৎ করেছেন টলিউডের মহাগুরু।

তিনি বলেন, 'কিছু কিছু জিনিস বন্ধ হয়নি। যেটা প্রচার চলছে, বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, সেটা বন্ধ হয়নি। আপাতত ভাবে স্থগিত রাখা হয়েছে। পজ দেওয়া হয়েছে, পজ কেন করা হয়েছে? কেন্দ্র হিসেব চাইছে, ১০০ টাকা দেওয়া হয়েছে, তার হিসেব দিন। সেই হিসেব দিয়ে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে টাকা পাঠাবে কেন্দ্র।'

এদিকে, মিঠুন চক্রবর্তীর 'বিজেপি ক্ষমতায় এলে বিনিয়োগ বন্যা' সংক্রান্ত মন্তব্যকে খোঁচা দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'মিঠুন দা যখন সুভাষবাবুর সঙ্গে ঘুরতো তখন শিল্প আসেনি। মাঝে আমাদের সাংসদ হয়েছিল, তখন শিল্প আনতে পারেনি। এখন বিজেপির সঙ্গে ঘুরলেও শিল্প আসবে না। সুতারাং মিঠুন দা কী বললো, ওসব হয় মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। ওদের ভাবনা সিনেমার মতো করেই হয়। বাস্তব, শিল্প আনতে গেলে যে সরকার দরকার, স্থায়ী, বনধ-ধর্মঘট করতে দেয় না, সচল; এমন সরকার। তাই আদানির মতো সংস্থা এখানে আসছে। তাঁরা জানে বাংলায় মমতার নেতৃত্বে শিল্প পরিবেশ তৈরি হয়ে গিয়েছে।'


Follow us on :