২০ এপ্রিল, ২০২৪

Assembly: মুখ্যমন্ত্রীর 'পরামর্শে' বিধানসভার বাইরে ঘুগনি, মশলা মুড়ি বেচে প্রতীকী প্রতিবাদ বিজেপির
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-22 19:12:15   Share:   

মুখ্যমন্ত্রীর (CM Mamata) 'পরামর্শ' মেনে বৃহস্পতিবার বিধানসভার (Assembly) বাইরে ঘুগনি, মুড়ি এবং চা বেচল বিজেপি (BJP)। দলীয় বিধায়ক অগ্নিমিত্রা পল, বঙ্কিম ঘোষদের দেখা গিয়েছে পথচলতি মানুষদের ডেকে ডেকে ঘুগনি, মুড়ি মশলা এবং চা বিলি করতে। প্রতীকী এই প্রতিবাদে নেতৃত্ব দেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিজ্ঞা। তিনি জানান, আমাদের রক্তে নেই কয়লা, বালি, পাথর চুরি করব। তাই কোটিপতি হওয়ার একটা পথ দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। উনি আদতে বাংলার শিক্ষিত যুবসমাজকে অপমান করেছে। কারা অপমানিত হয়েছেন, যাঁদের মা-বাব দিনরাত শ্রম করে ছেলে-মেয়েদের উচ্চশিক্ষিত করেছেন। কারা অপমানিত হয়েছে, যারা টানা রাজপথে অবস্থান বিক্ষোভ করেছেন। উনি ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখন সিঙ্গল চাকরিও নেই।'

তিনি জানান, চা,মুড়ি-ঘুগনি ১০ টাকা প্লেট আছে আপনারাও নিতে পারেন। বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল বলেন, 'আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এখানে পড়াশোনা করে লাভ নেই। উনি চাকরি দিতে পারবেন না। আমাদের ছেলেমেয়েরা ৫০০ দিনের বেশি রাস্তায় বসে আন্দোলন করেছেন। তাই উনি বলেছেন ঘুগনি, চপ, কচুরিপানার বাটি এসব করে কোটিপতি হতে বলেছেন। সাপ্লাই দিতে পারব না। বাংলায় এই সরকার থাকলে চাকরি হবে না। বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলন করে কিছু হবে না। উনি ঠিক জিনিস ধরে পরামর্শ দিয়েছেন। তাই আমরা আজ ঝালমুড়ি বিক্রি করছি। আমাদের দল বারণ করেছে গরু, কয়লা, বালি পাচার করতে। তাই এভাবেই কোটিপতি হওয়ার চেষ্টা করছি।'

বিজেপির এই প্রতিবাদকে কটাক্ষ করেছে তৃণমূল। যারা ঝালমুড়ি, চা, চপ বিক্রি করেন তাঁদের বিজেপি অপমান করেছে। গরিব মানুষের কথা সবচেয়ে বেশি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবেই খোঁচা দেন তৃণমূল বিধায়ক তাপস রায়।


Follow us on :