২০ এপ্রিল, ২০২৪

Hiran: তৃণমূল যোগের জল্পনা উড়ালেন হিরণ, এনামূলের প্রসঙ্গ টেনে বিঁধলেন দেবকেও! কী বলছে টিএমসি
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-28 19:49:02   Share:   

বিজেপিতেই আছেন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (BJP MLA) । রীতিমতো সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন এই অভিনেতা-রাজনীতিবিদ (Hiran Chatterjee)। 'চোরের দল' তৃণমূলে যাওয়ার কোনও প্রশ্ন নেই। শাসক দলে (TMC) তাঁর যোগ দেওয়ার সাম্প্রতিক গুঞ্জন এভাবেই উড়ালেন খড়গপুরের বিজেপি বিধায়ক। শনিবার তিনি দাবি করেন, ২০২১-র পর থেকে অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ নেই। এমনকি যে ছবিকে ঘিরে এত বিতর্ক সেই ছবি বিকৃত করা হতে পারে। পরবর্তীকালে এমন কোনও ভিডিও আসতে পারে। এভাবেই কটাক্ষ করেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।

পাশাপাশি তৃণমূল যোগের জল্পনা উড়িয়ে হিরণ জানান, 'দিন যত যাচ্ছে প্রযুক্তি আরও আধুনিক হচ্ছে। আপনারা আরআরআর ছবি দেখেননি। ডিজিটাল ইম্প্রোভাইজ করে আমার হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দিলেও বাংলার মানুষ বিশ্বাস করেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় কখনই তৃণমূলে যাওয়ার কথা ভাববে না। বাংলার মানুষের কাছে তৃণমূল মানে চোর, চোর, চোর।' হিরণের অভিযোগ, 'তৃণমূলের শাসনে দুর্নীতি, অপশাসন, চক্রান্ত, গরীবকে লুট করা, যুব সমাজকে শেষ করা, বগটুইয়ের মতো নির্মম হত্যালীলা চলেছে। বরং তৃণমূলের অনেক বিধায়ক চাইছেন বিজেপিতে যোগ দিতে। তাঁদের পথে-ঘাটে বেরোলেই চোর চোর শুনতে হচ্ছে।'

এদিনও তিনি দাবি করেছেন, 'আজকের দিনে বাংলা ছবির যারা সুপারস্টার গরু পাচারে অভিযুক্ত এনামূল হকের থেকে টাকা নিয়ে বাংলা ছবি করে, তাঁদের অনেকের পেন্ট হাউস, বাংলো-গাড়ি আছে।' অর্থাৎ বিজেপি বিধায়কের অভিযোগের আঙুল কি ফের দেবের দিকে? তাঁর চ্যালেঞ্জ, 'দেব জোর গলায় বলুক সিবিআই-ইডি ওর বিরুদ্ধে চক্রান্ত করেছে। তাহলে দেব আমার বন্ধু, আমি সবার আগে ওর পাশে গিয়ে দাঁড়াবো।' দীপক অধিকারী এনামূল হকের থেকে টাকা নিয়েছেন, সে কারণে সিবিআই-ইডি ওকে ডেকে পাঠিয়েছিল এবং সেই মামলা চলছে। সেই মামলায় দীপক অধিকারী দোষী সাব্যস্ত হলে আমার বড় দুশ্চিন্তা মিঠুন চক্রবর্তীকে নিয়ে। কারণ দু'জনেই একই প্রযোজকের ছবিতেও কাজ করেছে। এই কারণে মিঠুন চক্রবর্তীকে কোনও রকম বিপদে না পড়তে হয়। এনামূলের থেকে দেবের টাকা নেওয়ার প্রসঙ্গ উসকে দিয়ে এই আশঙ্কা করেন হিরণ।

যদিও তৃণমূল নেতা অজিত মাইতির দাবি, 'হিরণ তৃণমূলে এসেছিলেন অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে কথা হয় তাঁর। তবে তিনি এই মুহুর্তে না জানিয়েছেন। পরে যখন দলের তরফ থেকে লোক নেওয়া হবে তখন তার কথা ভাবা হবে।'


Follow us on :