sirdi-saibaba-visit
Saibaba: শিরডির সাইবাবার দরবারে


Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-11-23 17:06:52

ভারতে বহু ধর্মীয় স্থান রয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা অবধি | এর মধ্যে মহারাষ্ট্র ভ্রমণে খুব একটা ধর্মীয় স্থান দর্শনের বিষয় নেই | অবশ্য শহর মুম্বইতে মহালক্ষ্মী মন্দির, সিদ্ধি বিনায়ক মন্দির এবং অন্যদিকে হাজি আলি দরগার মতো ধর্মীয় স্থান রয়েছে | 

কিন্তু দীর্ঘদিন ধরে দর্শনের ক্ষেত্র হিসাবে রয়েছে সাইবাবার আশ্রম | এটি মুম্বই থেকে বহু দূরে অবস্থিত শিরডি নামে পরিচিত | অনেকেই মুম্বই গেলে সঙ্গে গোয়া সফরও রাখেন। যদিও, মুম্বই থেকে গোয়া বহু দূর, একরাতের ট্রেন সফর| তবুও ট্যুরিস্টরা মুম্বই-গোয়া সফর তাঁদের ঘোরার তালিকায় রাখেন | অন্যদিকে অনেকে মুম্বই থেকে শিরডি সফরও রাখেন, যদিও সেটাও বেশ খরচ ও সময়সাপেক্ষ বিষয় | যদি বিমান সফর করে শিরডি যেতে হয়, তবে ঔরঙ্গবাদ বিমানবন্দরে নামা বাঞ্ছনীয় | ওই বিমানবন্দর থেকে ১৩০ কিলোমিটার দূরে শিরডি | 

শিরডিতে যেতে গেলে প্রায় ১০০ কিলোমিটার আগে থেকেই দেখা যাবে, অঞ্চলটি সম্পূর্ণ নিরামিষাশী | শিরডি খুব বড় শহর নয়। কিন্তু দেশি-বিদেশিদের জন্য এখানে পাঁচতারা হোটেল পর্যন্ত আছে। যদিও সেই হোটেলও নিরামিষাশী নিয়মেই চলে | ঔরঙ্গবাদ ছাড়াও পুণে বিমানবন্দর থেকেও শিরডি যাওয়া যেতে পারে, সময় লাগবে ৩ ঘণ্টা। অন্যদিকে মুম্বই থেকে ৬ ঘণ্টার পথ | তবে যে কোনও রাস্তাই কিন্তু দুর্দান্ত | ট্রেনেও যাওয়া যায়। কিন্তু নামতে হবে নাসিকে |

প্রশ্ন হল, কী এই শিরডি, অথবা কী এর মাহাত্ম্য়? ইতিহাসের পাতায় আছে, সাইবাবা একজন মুসলিম ধর্মের মানুষ ছিলেন | খুব সাধারণ জীবনযাত্রা ছিল তাঁর | মানব সেবাই তাঁর ধর্ম ছিল | তিনি বহু অসুস্থ মানুষকে সুস্থ করে তুলেছিলেন বলে কথিত। এছাড়াও বহু অলৌকিক কাজ করেছিলেন, যা কাহিনীর মতো বর্ণিত আছে | তিনি ইসলাম ঘরে জন্মালেও যোগ ও ধ্যান করতেন, যা অনেকটাই হিন্দু ধর্মের পরিচায়ক | কাজেই ধর্মের হিসেবে বৈষ্ণব মতে চলে শিরডি | 

এখানে বিশাল লাইন পড়ে সাইবাবার মূর্তি দর্শনে | বেশিরভাগ মানুষ নানা মানত নিয়ে আসেন | এখানে পুজো হয় না, তবে যদি কোনও ডালা নিয়ে কেউ আসেন, তবে ওই ডালা সাইবাবার পায়ে ছুঁয়ে ফেরত দেওয়া হয় | এখানে মুসলিম ধর্মের মানুষেরও ভিড় হয় | একমাত্র স্থান, যেখানে মানুষের ধর্ম দেখা হয় না | 
All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us