সারদা মামলায় (sarada case) জেলবন্দি থাকাকালীন আত্মহত্যার চেষ্টা (attempt to suicide) করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal ghosh)। বিধাননগর এমপি-এমএলএ আদালত এবার আত্মহত্যার চেষ্টা মামলায় কুণালকে দোষী সাব্যস্ত করেছে। তবে তাঁর সামাজিক অবস্থানের জন্য কুণাল ঘোষের শাস্তি মকুব করেন বিচারক মনজ্যোতি ভট্টাচার্য। এদিন এই মামলার রায়দানের আগে রাজ্য সরকারের আইনজীবী বিচারককে বলেন, 'পুলিশ আত্মহত্যার চেষ্টা প্রমাণ করতে পেরেছে। কোর্ট রায় দিক।'
কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তীর পাল্টা সওয়াল, 'অভিযোগ প্রমাণ হয়নি। তাছাড়া আত্মহত্যার চেষ্টায় শাস্তি অমানবিক।' তবে আত্মহত্যার চেষ্টার মামলায় ৩০৯ ধারায় অপরাধী সাব্যস্ত কুণাল ঘোষের সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা জরিমানা হতে পারত। কিন্তু সেই শাস্তি মকুব করে বিচারক বলেন, 'আত্মহত্যা কোনও সমস্যার সমাধান নয়। শুধু ওঁকে বলব এই সিদ্ধান্ত ঠিক ছিল না। আপনি যে লড়াই করছেন করুন। আপনি বিশিষ্ট সাংবাদিক। প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। আপনার কাছ থেকে সমাজ অনেক কিছু আশা করে। আপনি মামলা আইনিভাবে লড়ুন এবং কাজ চালিয়ে যান।'
এ প্রসঙ্গে উল্লেখ্য, আইপিসির ৩০৯ ধারা নিয়ে বিতর্ক রয়েছে। লোকসভা এই আইনের অবলুপ্তির পক্ষে রায় দিলেও এখনও কার্যকর এই ধারা। ১৩ নভেম্বর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা চেষ্টা করেন কুণাল। প্রেসিডেন্সি জেলে থাকার সময় তিনি আত্মহত্যা চেষ্টা করেন। ১৩ নভেম্বর ২০১৪-তে তিনি সারদা মামলায় প্রেসিডেন্সি জেলে ছিলেন।