দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া ব্রিজে বড়সড় ফাটল। গোলপার্ক থেকে যাদবপুরের দিকে যাওয়ার অংশে একেবারে বাঁ দিকের ফুটপাতের ১০ ফুট এলাকা জুড়ে ওই ফাটল ধরা পড়েছে। এর ফলে ফুটপাতের ওই অংশে কংক্রিটের স্ল্যাব ভেঙেচুরে বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। কলকাতা পুলিসের পক্ষ থেকে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে ওই জায়গাটি। এই ফুটপাত দিয়ে যাঁরা নিত্য যাতায়াত করেন, তাঁরা রীতিমতো আতঙ্কিত। কারণ, তাঁদের অভিযোগ, ফাটল ধরা পড়েছে কয়েকদিন হল। সবাই দেখছেন। কিন্তু তা মেরামতির কোনও উদ্যোগ চোখে পড়েনি।
আরেক ব্যবহারকারী যা শোনালেন, তা রীতিমতো আশ্চর্যেরই। তিনি বললেন, এই ফাটল তিনি দেখছেন কয়েক মাস ধরেই। অথচ কারও কোনও ভ্রূক্ষেপ নেই। ফলে বিপদ মাথায় নিয়েই তাঁরা নিত্য যাতায়াত করছেন।
একটা বিষয় নিত্যযাত্রীদের কথা থেকে পরিষ্কার, এতদিন ধরে এরকম একটা গুরুত্বপূর্ণ ব্রিজে ফাটল ধরার পরও পূর্ত দফতরের পক্ষ থেকে তা মেরামতির কোনও উদ্যোগ নেওয়া হয়নি। কেন এতবড় বিষয়টি তাদের নজর এড়িয়ে যাচ্ছে, সেটাই বড় আশ্চর্যের।