রবীন্দ্র সরোবর (Rabindra Sarobar) লেকে(Lake) ভেসে উঠছে মরা মাছ (Dead Fish)। পরিবেশবিদরা (environmentalist) জানাচ্ছেন, ডিজেলের ভেসেল ব্যবহার করা হচ্ছে সরোবরের মধ্যে নৌকো প্রতিযোগিতার (Boat Competition) জন্য। যার ফলে সরোবরের জল অত্যধিক বিষাক্ত হচ্ছে। এর ফলেই মৃত্যু ঘটছে মাছের। প্রসঙ্গত, পরিবেশ আদালত কোনও রকম ডিজেল বা পেট্রোলচালিত যান জলে কিংবা রবীন্দ্র সরোবর চত্বরের ডাঙায় চালানোয় নিষেধাজ্ঞা জারি করেছিল।
উল্লেখ্য, গত বছরই লেকের জলে ভেসে উঠেছিল শ'য়ে শ'য়ে মরা মাছ। এরপর তড়িঘড়ি লেকের জল পরীক্ষা করা হয়। রিপোর্টে দেখা গিয়েছিল, জলে অক্সিজেনের(oxygen) মাত্রা কম থাকার কারণেই মাছের মড়ক লেগেছিল। অর্থাৎ জলের দূষণের কারণেই এই পরিস্থিতি শহরের ফুসফুস রবীন্দ্র সরোবর লেকের। এরপর কলকাতা পুরসভার উদ্যোগে কৃত্রিম ভাবে তরল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছিল।
তবে বর্তমানে রবীন্দ্র সরোবরের পরিস্থিতি নিয়ে চিন্তায় পরিবেশবিদরা।