ব্রেকিং নিউজ
Drone Attack আবুধাবিতে ড্রোন হামলায় নিহত ২ ভারতীয়
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-17 20:02:40
ড্রোন হামলায় মৃত্যু হল ২ ভারতীয়র। ঘটনাটি ঘটেছে আবুধাবি বিমানবন্দরের কাছে। ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ৬ জন। মৃতদের মধ্যে ২ জন ভারতীয় এবং ১ জন পাকিস্তানি।
বিমানবন্দরে ড্রোন হামলার ফলে ছোটখাট আগ্নিকাণ্ড ঘটে। এছাড়াও আবুধাবি পুলিসের তরফ থেকে জানানো হয়েছে, মুসাফাহ আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির তেল সংরক্ষণের জায়গায় তিনটি তেলের ট্যাংকারে বিস্ফোরণ ঘটানো হয়। প্রাথমিক তদন্তে ছোট বিমানের মতো একটি জিনিসের সন্ধান পাওয়া গিয়েছে। ইতিমধ্যে সন্দেহভাজন ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী।
যদিও বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ওই দুর্ঘটনাস্থল থেকে আবুধাবির রাজা বা প্রেসিডেন্সিয়াল প্রাসাদের দূরত্ব ২০ কিলোমিটার৷ এবং ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরেই মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব-সহ আরও বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে৷ ফলে বড়সড় কোনও নাশকতার ছক থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। বাড়ানো হচ্ছে নিরাপত্তা।