নিউ ইয়র্কের পর এবার ক্যালিফোর্নিয়ায় (California) বন্দুকবাজের হামলা। বন্দুকবাজদের দাপট বেড়েই চলেছে মার্কিন মুলুকে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার চার্চে (Church) ঢুকে এলোপাথাড়ি গুলি (Shooting) চালায় বন্দুকবাজ। হামলায় মৃত ১। আহত ৫। সেসময় চার্চে উপস্থিত ব্যক্তিরাই আটক করে ওই দুষ্কৃতীকে। পরে পুলিস ঘটনাস্থলে এসে নিজেদের হেফাজতে নেয় ওই প্রৌঢ়কে।
ঘটনাটি ঘটেছে রবিবার গির্জায় প্রার্থনা শেষের পর। সেদিন গির্জা লাগোয়া ব্যাঙ্কোয়েট হলে মধ্যাহ্নভোজের আয়জন করা হয়েছিল। উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা। তখনই বছর ৬০-এর ওই প্রৌঢ় বন্দুক হাতে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই গুলি চালাতে শুরু করে দেয়। জানা গিয়েছে, ওই প্রৌঢ় এশীয় (Asia) বংশোদ্ভূত। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।
উল্লেখ্য, শনিবার জর্জ ফ্লয়েডের (George Floyd) স্মৃতি উস্কে উঠেছিল আমেরিকায় (America)। বন্দুকবাজের হানায় মৃত্যু হয় ১০ জনের। আহত আরও ৩। হতাহতদের মধ্যে অধিকাংশই কৃষ্ণাঙ্গ (Krishnanga)। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের (New York) সুপার মার্কেটে (Super Market)। এই হামলার সঙ্গে যুক্ত ১৮ বছরের এক যুবক। অভিযোগ, বর্ণবিদ্বেষের জেরেই এই হামলা চালিয়েছে ওই যুবক। শেষ পর্যন্ত নিউইয়র্ক পুলিসের কাছে আত্মসমর্পণ (surrender) করেছে হামলাকারী যুবক। গ্রেফতার (Arrest) করা হয় তাকে।