০৫ অক্টোবর, ২০২৩

Daler Mehendi: প্রায় কুড়ি বছর আগের মানব পাচার মামলায়, গ্রেফতার দোষী সাব্যস্ত ডালের মেহেন্দি
CN Webdesk      শেষ আপডেট: ০৫ অক্টোবর, ২০২৩   Share:   

২০০৩ মানব পাচার মামলায় বিপাকে সঙ্গীতশিল্পী ডালের মেহেন্দি। এই মামলায় জনপ্রিয় এই গায়ককে দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই নির্দেশের পরই গ্রেফতার করা হয়েছে তাঁকে।

প্রায় দু'দশক আগের এই মামলায় ২০১৮ সালে নিম্ন আদালতের নির্দেশই বৃহস্পতিবার বহাল রাখে পটিয়ালা আদালত। ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪২০-সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

উল্লেখ্য, ডালেরের গানের দলের সঙ্গে বিদেশে অনুষ্ঠান করতে যাওয়ার  টোপ দিয়ে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ ওঠে গায়কের ভাই সামশের মেহেন্দির বিরুদ্ধে। এই ঘটনার তদন্তে নাম উঠে আসে ডালেরও। ২০০৩ সালে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। অভিযোগকারী বকশিস সিংহ দাবি করেন, অনুষ্ঠান করতে বিদেশে নিয়ে যাওয়ার জন্য যে চুক্তি হয়েছিল, তা কখনই বাস্তবায়িত হয়নি। অভিযুক্তেরা টাকাও ফেরত দেননি।

এদিকে, ২০১৭ সালের অক্টোবরে মারা যান সামশের। ২০১৮ সালে ডালেরকে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়। পরে জামিনে ছাড়া পান তিনি।



Follow us on :