Share this link via
Or copy link
বিয়ের পর থেকেই বিভিন্ন সময় উঠে এসেছে তাঁর অন্তঃসত্ত্বা (Pregnant) হওয়ার খবর। তবে প্রতিবারই এই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন বলিউডের একদা সফল অভিনেত্রী (Bollywood actor) বিপাশা বসু। কিন্তু সত্যি এবার মা হতে চলেছেন নায়িকা। খুব শীঘ্রই বিপাশা এবং করণ সিং গ্রোভার প্রথম সন্তান আসার কথা ঘোষণা করবেন বলা জানা গিয়েছে। আলিয়া ভাট, সোনম কাপুর, ডিম্পি গঙ্গোপাধ্যায় এঁদের খবর আগেই পাওয়া গিয়েছে? এবার চর্চায় ক্যাটরিনাও।
তবে অ্যালন-এর নায়ক-নায়িকা হতে চলেছেন বাবা-মা। বিপাশা বসু (Bipasha Basu) ও করণ সিং গ্রোভারের (Karan Singh Grover) ঘরে আসতে চলেছে ফুটফুটে সন্তান, এমনটাই খবর। খুব শীঘ্রই নাকি মা হওয়ার সুখবরটি জানাতে চলেছেন বঙ্গ তনয়া। গত ৩০শে এপ্রিল নিজেদের ষষ্ঠ বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন করণ-বিপাশা।
২০১৫ সালে অ্যালোন ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারকা জুটি। সেখান থেকেই শুরু হয় প্রেমপর্ব। পরিণতি পায় বিবাহে। তবে বিপাশা করণের তৃতীয় স্ত্রী।
বলিউডে একের পর এক সুখবর। বিয়ের কয়েকদিনের মধ্যেই সুখবর শুনিয়েছিলেন রণবীর-আলিয়া। দীর্ঘ ৬ বছর পর অনুগামীদের খুশির খবর শোনাতে চলেছেন অ্যালন জুটি।