২৫ এপ্রিল, ২০২৪

Social: 'তোর সব্যর আমি খেয়াল রাখবো', বার্তা অভিনেতা সৌরভ দাসের, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রীও
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-20 18:02:38   Share:   

২৪ বছরে নিভেছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma Death) জীবন প্রদীপ। ২০ দিনের ফাইট ব্যর্থ করে রবিবার দুপুর ১২টা বেজে ৫৯ মিনিটে প্রয়াত অভিনেত্রী। ঐন্দ্রিলার অকাল প্রয়াণে নাগরিক সমাজ, নেটিজেন, টলিউডের সঙ্গেই শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata)। এদিন তিনি ট্যুইট (Tweet) করে প্রয়াত অভিনেত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানান। মুখ্যমন্ত্রী লেখেন, 'আমাদের তরুণ শিল্পী ঐন্দ্রিলা শর্মার অকালমৃত্যুতে গভীরভাবে শোকাহত। প্রতিভাধর অভিনেত্রী একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। টেলি সম্মানও পেয়েছেন তিনি। তাঁর পরিবার, বন্ধু এবং অনুরাগীদের সঙ্গে আমিও সমব্যথী। এই শোকের আবহে তাঁরা লড়াইয়ের সাহস পাক, এই প্রার্থনা রইল।'

এদিকে, যে ক'দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঐন্দ্রিলা, তখন তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী ছাড়াও আরও একজনের নাম ঘুরেফিরে এসেছে। তিনি হলেন অভিনেতা সৌরভ দাস। এই লড়াইয়ের মুহূর্তে সব্যসাচী এবং ঐন্দ্রিলার পরিবারের পাশে প্রথম থেকেই ছিলেন টলিউডের এই পরিচিত মুখ।

এদিন ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর তিনি ফেসবুকে প্রিয় বন্ধু ঐন্দ্রিলার উদ্দেশে সৌরভ দাস লেখেন, 'মিষ্টি আমরা তোকে ভালবাসি।' তাঁর পোস্ট, 'ও জিতেছে, ও একটা ভালো জায়গা এবং কিছু ভালো মানুষ (যদিও সবাই না) পাওয়ার যোগ্য। আমাদের চেয়ে অনেক শান্তির বিশ্বে ও সুখী। মিষ্টি আমরা তোকে ভালবাসি এবং সবসময় ভালোবাসবো। এবং আমি আমার ভাই এবং তোর সব্যর খেয়াল রাখবো। এই মুহূর্তে কেউ সব্যসাচীকে ফোন করবেন না। সব সাংবাদিক বন্ধুকে সনিবন্ধ অনুরোধ। আমাকে ফোন বা হোয়াটস অ্যাপ করতে পারেন। আমাদের সঙ্গে এবং ওর সঙ্গে যুদ্ধ করার জন্য সবাইকে ধন্যবাদ।'


Follow us on :