২৫ এপ্রিল, ২০২৪

Puja: মনোবাঞ্ছা পূরণ করতে চান, এবার পুজোয় আসতেই পারেন শিব মন্দিরের মণ্ডপে
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-15 21:16:02   Share:   

কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই দেশের ঐতিহ্যই  বিশ্বাস।  জীবনের সুখে দুঃখে ভগবানের প্রতি বিশ্বাস রাখে এ দেশের আপামর জনতা। কেন এবং কি জন্য ঈশ্বরের উপর তারা বিশ্বাস করে তাই ধাপে ধাপে তুলে ধরা হয়েছে এবারে ৮৬ তম বর্ষে শিবমন্দির সর্বজনীনের এবারের দুর্গোৎসবে।


মণ্ডপসজ্জার জন্য বেছে নেওয়া হয়েছে পরিবেশ বান্ধব উপকরণ। বিপদ দূর করতে লাল রঙের যে তাগা আমরা হাতে বাঁধি অথবা মনস্কামনা পূরণ করতে যেভাবে ঠাকুরবাড়ির গাছে সুতো, ঢিল বা হাঁড়ি বাঁধা হয়, সেই সকল ছবিই ফুটে উঠবে এই মণ্ডপে।

প্রতিমা নির্মাণেও রয়েছে বিশেষত্ব। বহু বছর আগে যে ভাবে তৈরি হত মা দুর্গার মূর্তি এবারে শীবমন্দির সার্বজনীননেও মায়ের আদি রূপকেই তুলে ধরা হবে।



Follow us on :