ব্রেকিং নিউজ
Inflation-is-becoming-major-concern-all-across-the-country
Inflation: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যর ঝাঁজে চোখে জল মধ্যবিত্তের, দিশেহারা হয়ে পড়ে আম জনতা

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-10-03 09:18:40


সৌমেন সুর: দিনের পর দিন দেশের অগ্রগতির জন্য সম্পদ ও শ্রীবৃদ্ধির অমোঘ পরিকল্পনা বেড়েই চলেছে। একদিকে চলে প্রচুর অর্থব্যয়ে দেশকে সমৃদ্ধ করা, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী হয়ে যাওয়ায়, সেদিকে কড়া নির্দেশ বা দৃষ্টিপাতের উদাসীনতা। এতে আখেরে নাভিশ্বাস ওঠে মধ্যবিত্ত শ্রেণির। তাঁদের ঘাড়ে মড়ার উপর খাঁড়ার ঘা। জীবন হয়ে ওঠে সঙ্কটময়। কৃষকশ্রেণির চোখে শূন্যতা, শ্রমিক শ্রেণি বিধস্ত। আসলে ভারতের বহিঃরঙ্গে ঐশ্বর্য বিলাস। অন্তরঙ্গে দুঃখ-দৈন্যের করুন থাবা।

অসাধু ব্যবসায়ীদের জন্য সৃষ্টি হয় পণ্যের কৃত্রিম অভাব। সৃষ্টি হয় কালোবাজারি। এই চোরা পথেই পণ্যের মূল্যরেখা হয় ঊর্ধ্বগতি। মুনাফার অঙ্ক বাড়ে। বাড়ে শোষণের নেশা। তাই পণ্যমূল্য বৃদ্ধির দুঃসহ আঘাতে মানুষ মরিয়া হয়ে ওঠে বিক্ষোভে ফেটে পড়ে। চারদিকে ধর্মঘট, বেতনবৃদ্ধির আন্দোলনে মানুষ দিশেহারা।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সমাজের গভীর ক্ষত। এতে স্ফীত হয় মুদ্রা দিশেহারা হয়ে পড়ে আম আদমি, যেমন মধ্যবিত্ত এবং প্রান্তিক সমাজ। অর্থনীতির বিজ্ঞান ভিত্তিক পুনর্বিন্যাসে এই গভীর ক্ষতের উপশম সম্ভব। 






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন