২৫ এপ্রিল, ২০২৪

Utsav: শারদোৎসবে সমৃদ্ধ হয় বাংলার অর্থনীতি, কিছুটা টাকা হাতে আসে প্রান্তিক মানুষদের
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-02 12:04:34   Share:   

সুজিত সাহা: ঘন কালো মেঘ কেটে নীল আকাশে যখন সূর্যের দেখা মেলে,প্রকৃতির মাঝে ঘাড় নেড়ে কাশফুল জানান দেয়- এখন শরৎকাল। শরৎ মানেই দুর্গাপুজো। গ্রামগঞ্জের প্রান্তিক মানুষগুলো সারাটা বছর বসে থাকে দুর্গাপজোর মুখ চেয়ে। কারণ তাঁদের অনেকের আয়-উন্নতি ভরসা এই পুজোকে কেন্দ্র করেই। কত গ্রামীণ শিল্পী ও তাঁর শিল্পকলা, মৃৎশিল্পী, শ্রমিক, ঢাকি আরও কত পেশার মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত তার ইয়ত্তা নেই। বাঁশ, বেত, হোগলা, ধামা,কুলো,কুনকি আরও কত গ্রামীণ জিনিস নতুন ভাবে মূল্যায়ণ হয় এই পুজোয়। মেলা, খাওয়া-দাওয়া, কেনাকাটা তো আছেই। সকল শ্রেণীর হাতে অর্থের আগমনে বাংলার সমাজ জীবনের খানিকটা পরিবর্তন লক্ষ্য করা যায়।

প্রশ্ন হল, দুর্গাপুজো কি বাংলার অর্থনীতিকে চাঙ্গা করার সেরা সময়? ২০১৮ সালে ওয়েস্ট বেঙ্গল টুরিজম ডিপার্টমেন্ট, ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে হাত মিলিয়ে পুজো অর্থনীতি নিয়ে সমীক্ষা করে। রিপোর্টে দেখা যায়, বাংলার জিডিপি-র প্রায় ২.৫% সৃষ্টি হয় এই দুর্গাপুজো থেকে। যার পরিমাণ প্রায় ৩২.৩৭৭ কোটি টাকা, যা অনেক ছোট দেশের মূল অর্থনীতি থেকে বেশী বলে উল্লেখ করা আছে। তাই দুর্গাপুজোর মাহাত্ম্য ব্যাপকভাবে প্রভাব পড়ে বাংলার আর্থিক জীবনে।


Follow us on :